রাম মন্দির দিয়ে দুই ভাগে বিভক্ত কংগ্রেস। অযোধ্যা নিয়ে প্রকাশ্যে মন্দিরকেই সমর্থন জানিয়েছেন কমলনাথ এবং দিগবিজয় সিং। যা মোটেও ভালো চোখে দেখছে না দলের একাংশ। সোনিয়া গান্ধীকে চিঠি লিখে কংগ্রেস সাংসদ টিএন প্রতাপন বলেছেন, কংগ্রেস কখনও অতি উগ্র ধার্মিক রাষ্ট্রবাদীর পক্ষে মত দিতে পারে না। সুপ্রিম কোর্টের রায়ের যুগ ধরে চলে আসা একটি অধ্যায় শেষ হয়েছে। কোনও বিশেষ দিকে আমাদের রায় দেওয়া উচিৎ হচ্ছে না।
Published By,