জানুয়ারির বদলে আগামী সপ্তাহেই হবে ফাইনাল। শনিবার রাতে বড় ঘোষণা সঞ্চালক সলমন খানের। শুধু ভিডিও নয় কালার্স চ্যানেলের টুইটারেও ঘোষণা করা হয়েছে এই খবর। অক্টোবর মাসের ৩ তারিখ ১৫জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল ‘বিগ বস ১৪’। মোট ১০৫ দিনের শো হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই ঘোষণা করা হয়েছে এই খবর। কিন্তু কেন এগিয়ে দেওয়া হয়েছে? সেই প্রশ্নে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
https://youtu.be/DL7vxjUdS5k