রাম মন্দিরকে ঘিরে বহু মানুষের দির্ঘদিনের স্বপ্ন। ভূমি পূজোনের মাধ্যমে যার সূচনা হয়েছে ৫ আগস্ট। এরই মধ্যে মন্দির নির্মাণের জন্য তহবিলে জমা পড়তে শুরু করেছে অর্থ। জানা গিয়েছে, মন্দির নির্মাণ তহবিল বা ট্রাস্টে ইতিমধ্যে জমা পড়েছে ৪১ কোটি টাকা। ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরির মতে, পূজোনের দিনেই জমা হয়েছিল ৩০ কোটি।