পার্থ সারথি মান্না, কলকাতাঃ মেট্রো থেকে নেমেই সোজা ধরা যাবে প্লেন। কিংবা প্লেন থেকে নেমে শত শত টাকার ট্যাক্সি ভাড়া না দিয়ে সস্তায় মেট্রোয় চেপে গন্তব্যে। কলকাতাবাসরী এই স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। জোর কদমে চলেছে এয়ারপোর্ট মেট্রো স্টেশন তৈরির কাজ। এবার প্রকাশ্যে এল তারই কিছু ছবি।
কবে থাকা চালু হবে কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশন?
যেমনটা জানা যাচ্ছে, সব ঠিক থাকলে জুন কিংবা জুলাই মাস থেকেই শুরু হয়ে যাবে পরিষেবা। তবে, অনেকের মনেই কৌতূহল কেমন দেখতে হবে স্টেশনটি? আগেই জানানো হয়েছিল একেবারে ঝাঁ চকচকে দেখতে হবে। স্টেশন চত্বরে থাকবে ট্রাভেলেটর যেটা লাগেজ নিয়ে যাতায়াত আরও সুবিধাজনক করে দেবে। তবে শুধু স্টেশন চত্বরই নয় আশেপাশেরও ভোল বদলে হচ্ছে।
থাকবে ৫টি গেট ও ৮টি টিকিট কাউন্টার
এয়ারপোর্ট স্টেশনের নাম হতে চলেছে ‘জয়হিন্দ মেট্রো স্টেশন’। যেখানে ঢোকা ও বেরোনোর জন্য মোট ৫টি গেট তৈরি করা হবে। এর মধ্যে ১ নম্বর গেট হবে একেবারে এয়ারপোর্টের সামনেই। ২ নম্বর গেট থাকবে ট্যাক্সি পার্কিংয়ের কাছে। এরপর ৩ নং গেট আড়াই নম্বর গেট ও ৪ নং গেট থাকবে পুলিশ ব্যারাকের কাছে। সবশেষে ৫ নং গেট থাকবে যশোর রোডের কাছে, যেটা বাস ধরার ক্ষেত্রে অনেকটাই সুবিধা করে দেবে।
এতো গেল যাতায়াতের গেট, টিকিট কাটার ব্যবস্থা কি হবে? এখেতে জানা যাচ্ছে যাত্রীদের সুবিধার্থে মোট ৮টি টিকিট কাউন্টার থাকবে। ফলে টিকিট কাটার সময় একদিকে যেমন লম্বা লাইনের ঝামেলা থাকবে না তেমনি একসাথে বহু মানুষ টিকিট কাটতে পারবেন। তাছাড়া ডিজিটাল টিকিটিংয়ের ব্যবস্থাও থাকবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ যত্রতত্র ব্যারিকেড অতীত, মানতে হবে নিয়ম! গার্ডরেল নিয়ে রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের
সূত্রমতে, এপ্রিল মাসেই কাজের পরিদর্শনে আসতে পারেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। তার থেকে ছাড়পত্র পাওয়া গেলেই এয়ারপোর্ট থেকে নেয়াপাড়া পর্যন্ত রুট চালু করা দেওয়া হবে। আর এয়ারপোর্ট মেট্রো চালু হওয়ার পরেই যশোর রোড মেট্রো চালু করা হবে।