পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেখতে দেখতে বিগত কয়েক সপ্তাহে হু হু করে বেড়েছে তাপমাত্রা। গরম থেকে বাঁচতে পাখা ও এসির ব্যবহারও বাড়বে তাল মিলিয়ে। যার জেরে মাসের শেষে ইলেকট্রিক বিল (Electric Bill) হিসাবেও গুনতে হয় মোটা টাকা। তবে এবার খরচ বাড়বে না বরং কমানোর ঘোষণা করল রাজ্য সরকার। আজ্ঞে হ্যাঁ, ঠিকই দেখছেন, কমবে রাজ্যবাসীর বিদ্যুৎ বিলের খরচ।
গরমে বিদ্যুতের দাম কমানোর ঘোষণা করল রাজ্য সরকার
সম্প্রতি আসাম সরকারের তরফ থেকে বিদ্যুতের প্রতি ইউনিট দাম কমানোর ঘোষণা করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই খবরে খুশি আমজনতা। কারণ গরমে বেশি কারেন্টে পুড়বে এটা একেবারে সত্যি, সেখানে ইউনিট প্রতি দাম কমানোর ফলে বেশ কিছু টাকা বাঁচবে পকেটে। কতটাকা কমল দাম? জানতে শেষ অবধি পড়ুন।
যেমনটা জানা যাচ্ছে, আজ অর্থাৎ ১লা এপ্রিল থেকেই ঘরোয়া গ্রাহকদের জন্য প্রতি ইউনিটে ১টাকা করে দাম কমানো হবে। এমনকি কমার্শিয়াল গ্রাহক অর্থাৎ দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রতি ইউনিটে ২৫ পয়সা করে কমানো হবে। এমনটাই দাবি করা হয়েছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এক্স পোস্টে।
এক্স পোস্ট করলেন আসামের মুখ্যমন্ত্রী
এদিন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে (টুইটারে) একটি পোস্ট করেন। সেখানেই লেখা ছিল, এটা এপ্রিল মাস। তাপমাত্রা বাড়বে, কিন্তু আপনার বিদ্যুতের বিল বাড়বে না। আজ থেকে আসামের লোকেরা বিদ্যুতের প্রতি ইউনিটে ১টাকা দাম কমেছে দেখতে পাবেন। এর সাথে বছরের শেষে থাকবে রিবেট। সবশেষে তিনি এটাও উল্লেখ করেন, এটা কোনো এপ্রিল ফুলের প্রাঙ্ক নয়।
আরও পড়ুনঃ যত্রতত্র ব্যারিকেড অতীত, মানতে হবে নিয়ম! গার্ডরেল নিয়ে রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের
কত হল বিদ্যুতের নতুন ইউনিট চার্জ?
এতদিন আসামে এক ইউনিট বিদ্যুতের জন্য ৫.৯০ টাকা নেওয়া হত। তবে এবার থেকে ১ টাকা কম অর্থাৎ ৪.৯০ টাকা খরচ হবে। একইভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে ৫.৬৫ টাকা চার্জ পড়বে প্রতি ইউনিটের জন্য। অবশ্য এখানেই শেষ নয়, সোমবার ফেসবুক লাইভে বক্তৃতা দেওয়ার সময় তিনি আরও জানান, রাজ্যের দরিদ্র মানুষদের জন্য বিদ্যুতের দাম আরও ৫০ পয়সা কমিয়ে দেওয়া যায় কি না সেটা ভেবে দেখা হবে।