পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে প্যান কার্ড ও আধার কার্ড দুটি অতি গুরুত্বপূর্ণ নথি। এই দুই নথিকে একে অপরের সাথে লিংক (PAN Aadhar Link) করার জন্য সরকারের তরফ থেকে একাধিকবার নির্দেশিকা জারি করা হয়েছে। শেষবার ২০২৩ সালের ৩০শে জুন অবধি সময় দেওয়া হয়েছিল লিংক করার জন্য। এর অন্যথা হলে গুনতে হবে ফাইন। তবে এখনো অনেক এমন ব্যক্তি রয়েছেন যারা এটা করে উঠতে পারেননি। তাদের জন্যই ফের জারি হল নির্দেশিকা।
প্যান ও আধার লিংক নিয়ে জারি হল নির্দেশিকা
যে সমস্ত ব্যক্তিরা ১লা অক্টোবর ২০২৪ এর আগে আধার আবেদন ফর্মের এনরোলমেন্ট আইডির ভিত্তিতে প্যান কার্ড পেয়েছিলেন তাদের জন্যই নতুন সময়সীমা ঘোষণা করা হয়েছে। আগামী ৩১শে ডিসেম্বর ২০২৫ অবধি সময় দেওয়া হয়েছে আধার ও প্যান লিংক করার জন্য। যে ব্যক্তিদের কথা উল্লেখ করা হয়েছে তারা বাদে বাকি সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে লিংকের শেষ তারিখ ছিল ৩০ শে জুন ২০২৩। তাই তাদের ক্ষেত্রে ১ হাজার টাকা জরিমানা ধার্য করা হবে।
বিগত ৩রা এপ্রিল সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস বা CBDT এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই বলা হয়েছে, ১লা অক্টোবর ২০২৪ এর আগে আধার আবেদন এর এনরোলমেন্ট আইডি দিয়ে যে সমস্ত ব্যক্তিরা প্যান কার্ড পেয়েছিলেন তাদের আধার নম্বর প্যান কার্ডের সাথে লিংক জন্য ৩১শে ডিসেম্বর ২০২৫ অবধি সময় দেওয়া হল।
আরও পড়ুনঃ ছুটির দিনেও চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো, ফার্স্ট ও লাস্ট ট্রেন কটায়? জানাল কর্তৃপক্ষ
কিভাবে হবে প্যান কার্ড ও আধার লিংক?
যদিও আলাদা করে আধার ও প্যান লিংক এর জন্য কোন নিয়ম বলা হয়নি তবে অফলাইন ও অনলাইন দুই পদ্ধতিতেই লিংক করা যেতে পারে। এক্ষেত্রে আয়করের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে প্যান নাম্বার ও পরবর্তীতে আধার নাম্বার দিয়ে অনলাইনে লিঙ্ক করা যেতে পারে। এছাড়া অফলাইনে NSDL বা UTIITSL এর পরিষেবা কেন্দ্রগুলিতেও ফর্ম ফিলাপের মাধ্যমে আধার ও প্যান কার্ড এর লিংক করা যেতে পারে।