রোজভ্যালি কাণ্ডে নয়া মোড়, ৭.৫ লক্ষ মানুষের পাশে কেন্দ্র, দেবে ৫১৫ কোটি টাকা! পাবেন কীভাবে?

Rose Valley Scam

রোজভ্যালি কাণ্ডে নয়া মোড়, ৭.৫ লক্ষ মানুষের পাশে কেন্দ্র, দেবে ৫১৫ কোটি টাকা! পাবেন কীভাবে?

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: পিএমএলএ (মানি লন্ডারিং প্রতিরোধ আইন) এর অধীনে তদন্ত চলছে রোজ ভ্যালি কেলেঙ্কারির (Rose Valley Scam)। দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম এবং ত্রিপুরা জুড়ে মামলা নথিভুক্ত করা হয়েছে। রোজভ্যালিতে বিনিয়োগকারীদের এখন চিন্তা মেটাতে রোজভ্যালি কাণ্ডে নয়া মোড়। ৭.৫ লক্ষ মানুষের পাশে দাঁড়াবে কেন্দ্র। পাবেন ৫১৫ কোটি টাকা। কীভাবে আবেদন করবেন? কবে টাকা দেওয়া হবে?

ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, ৫১৫.৩১ কোটি টাকার ডিমান্ড ড্রাফট নিয়ে কাজ শুরু করেছেন। কেলেঙ্কারিতে আটকে পড়া বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য গঠিত কমিটি উঠে পড়ে লেগেছে। সম্পদ নিষ্পত্তি কমিটির (ADC) চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার শেঠের হাতে দিয়েছেন।

টাকা ফেরত পেতে কীভাবে আবেদন করবেন?

উল্লেখ্য, এর আগেও, ADC বিনিয়োগকারীদের ফেরত দেওয়ার জন্য ২২ কোটি টাকা পেয়েছিল। জানা যায়, যার মাধ্যমে ৩২,৩১৯ জন বিনিয়োগকারী ফেরত পেয়েছেন নিজ নিজ অর্থ। আর এবার আরও একবার ইডি এই মামলার নিষ্পত্তি করতে উঠে পড়ে লেগেছে। যত দ্রুত সম্ভব বাকি বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া হবে। আপনিও যদি এই বিনিয়োগকারীদের তালিকায় থেকে থাকেন। তাহলে প্রায় ৩১ লক্ষ মানুষের মতো একই কাজ করুন।

  1. রোসভ্যালির টাকা ফেরত পেতে www.rosevalleyadc.com- এ ভিজিট করুন।
  2. সেখানে গিয়ে আপনার টাকা ফেরতের জন্য আবেদন করুন।
  3. ফেরত প্রক্রিয়া তাড়াতড়ি শুরু হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: পয়লা বৈশাখের পরেই বদলাচ্ছে তৎকালে টিকিটের টাইমিং! বিজ্ঞপ্তি জারি IRCTC-র

প্রসঙ্গত, ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে রোজ ভ্যালি গ্রুপের টাকার সন্ধানে ইডি ২,৯৮৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁজে বাজেয়াপ্ত করে। তা থেকে উদ্ধার হয় প্রায় ৭০০টি এফডি। যেগুলোর মোট মূল্য ৫১৫.৩১ কোটি টাকা। সেই টাকাই এখন ফেরত আসবে।

আবার এও জানা গিয়েছে যে ইডি রোজ ভ্যালি গ্রুপের ২০০০ কোটি বর্তমান বাজার মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই সম্পত্তিগুলিও শীঘ্রই বিক্রি করে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে খবর। সবথেকে দুঃখের বিষয় এটা যে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে সম্পত্তি অথবা উচ্চ সুদের হারের প্রতিশ্রুতি দিয়ে আয় হাকিয়েছিল কোম্পানি। এইভাবে ১৭,৫২০ কোটি টাকার জালিয়াতি করেছিল রোজ ভ্যালি গ্রুপ। এর মধ্যে ৬,৬৬৬ কোটি টাকা এখনও বিনিয়োগকারীদের ফেরত দেওয়া হয়নি। সবই কিছু কিছু করে ফিরে আসবে বলে আশা করা যায়।

সঙ্গে থাকুন ➥