শ্রী ভট্টাচার্য, কলকাতা: ‘সিঙ্গল গার্ল চাইল্ড এডুকেশন স্কলারশিপ’ দিচ্ছে রাজ্য সরকার (Govt Scheme For Your Daughter)। এই স্কিমের মূল লক্ষ্য হল সেইসব মেয়ে শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখা যারা তাদের বাবা-মায়ের একমাত্র কন্যা। এই প্রকল্পের আওতায়, যোগ্য ছাত্রীদের বার্ষিক ৫,০০০ টাকা স্কলারশিপ দেওয়া হয়, যা এই ছাত্রীদের শিক্ষার খরচ বহন করতে সাহায্য করে। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত মেনে চলতেই হয়। আগে জেনে নিই, এই প্রকল্পে ঠিক কী কী সুবিধা পাওয়া যায়?
এই প্রকল্পের সুবিধা কী কী?
- এই প্রকল্পের আওতায়, যোগ্য ছাত্রীদের প্রতি বছর ৫,০০০ টাকা বৃত্তি দেওয়া হয়।
- বৃত্তির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়।
এই প্রকল্পের যোগ্যতার শর্তাবলী কী কী?
- আবেদনকারীকে অবশ্যই একজন ছাত্রী হতে হবে।
- ছাত্রীকে তার বাবা-মায়ের একমাত্র সন্তান হতে হবে।
- শিক্ষার্থীকে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত হতে হবে।
- স্কুলের টিউশন ফি প্রতি মাসে ১,৫০০ টাকার কম হতে হবে।
- শিক্ষার্থীকে অবশ্যই পূর্ববর্তী শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে।
- শিক্ষার্থীকে মধ্যপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- শিক্ষার্থীকে মধ্যপ্রদেশ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে দশম শ্রেণীর পরীক্ষায় ৬০% বা তার বেশি নম্বর পেতে হবে।
আরও পড়ুন: DA বাড়বে, পেনশনও! সঙ্গে স্বাস্থ্যসেবাতেও সুখবর, অষ্টম পে কমিশনে বড় উপহার
আবেদনের জন্য কাগজপত্র
- পাসপোর্ট সাইজের ছবি
- আধার কার্ড
- মধ্যপ্রদেশের আবাসিক শংসাপত্র
- সিঙ্গল চাইল্ড সার্টিফিকেট (যদি বাবা-মা সরকারি কর্মচারী হন, তাহলে সার্টিফিকেট বা রেশন কার্ডের জেরক্স)
- রেশন কার্ড
- দশম/একাদশ শ্রেণীর মার্কশিট
- সামগ্রিক আইডি
- ব্যাঙ্ক পাসবই
- অন্যান্য নথি (প্রয়োজনে লাগতে পারে)
আবেদন প্রক্রিয়া
- এই স্কিমটি অফলাইন আবেদনের সুযোগ দেয়।
- এই সুবিধা পেতে, যোগ্য মেয়ে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ স্কুল বা ইনস্টিটিউটের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
- আবেদন প্রক্রিয়াটি শিক্ষা পোর্টালেও রেকর্ড করা হবে।
- শিক্ষার্থীর প্রোফাইল শিক্ষা পোর্টালে থাকতে হবে।
- শুধু তাই নয়, শিক্ষা পোর্টালে (https://shikshaportal.mp.gov.in) থাকা প্রোফাইলটি যেন আপডেট করাও থাকে।