আপনার একমাত্র কন্যাকে ৫০০০ টাকা দেবে সরকার, আবেদন করবেন কীভাবে?

Govt Scheme For Your Daughter

আপনার একমাত্র কন্যাকে ৫০০০ টাকা দেবে সরকার, আবেদন করবেন কীভাবে?

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: ‘সিঙ্গল গার্ল চাইল্ড এডুকেশন স্কলারশিপ’ দিচ্ছে রাজ্য সরকার (Govt Scheme For Your Daughter)। এই স্কিমের মূল লক্ষ্য হল সেইসব মেয়ে শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখা যারা তাদের বাবা-মায়ের একমাত্র কন্যা। এই প্রকল্পের আওতায়, যোগ্য ছাত্রীদের বার্ষিক ৫,০০০ টাকা স্কলারশিপ দেওয়া হয়, যা এই ছাত্রীদের শিক্ষার খরচ বহন করতে সাহায্য করে। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত মেনে চলতেই হয়। আগে জেনে নিই, এই প্রকল্পে ঠিক কী কী সুবিধা পাওয়া যায়?

এই প্রকল্পের সুবিধা কী কী?

  1. এই প্রকল্পের আওতায়, যোগ্য ছাত্রীদের প্রতি বছর ৫,০০০ টাকা বৃত্তি দেওয়া হয়।
  2. বৃত্তির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়।

এই প্রকল্পের যোগ্যতার শর্তাবলী কী কী?

  1. আবেদনকারীকে অবশ্যই একজন ছাত্রী হতে হবে।
  2. ছাত্রীকে তার বাবা-মায়ের একমাত্র সন্তান হতে হবে।
  3. শিক্ষার্থীকে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত হতে হবে।
  4. স্কুলের টিউশন ফি প্রতি মাসে ১,৫০০ টাকার কম হতে হবে।
  5. শিক্ষার্থীকে অবশ্যই পূর্ববর্তী শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে।
  6. শিক্ষার্থীকে মধ্যপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  7. শিক্ষার্থীকে মধ্যপ্রদেশ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে দশম শ্রেণীর পরীক্ষায় ৬০% বা তার বেশি নম্বর পেতে হবে।

আরও পড়ুন: DA বাড়বে, পেনশনও! সঙ্গে স্বাস্থ্যসেবাতেও সুখবর, অষ্টম পে কমিশনে বড় উপহার

আবেদনের জন্য কাগজপত্র

  • পাসপোর্ট সাইজের ছবি
  • আধার কার্ড
  • মধ্যপ্রদেশের আবাসিক শংসাপত্র
  • সিঙ্গল চাইল্ড সার্টিফিকেট (যদি বাবা-মা সরকারি কর্মচারী হন, তাহলে সার্টিফিকেট বা রেশন কার্ডের জেরক্স)
  • রেশন কার্ড
  • দশম/একাদশ শ্রেণীর মার্কশিট
  • সামগ্রিক আইডি
  • ব্যাঙ্ক পাসবই
  • অন্যান্য নথি (প্রয়োজনে লাগতে পারে)

আবেদন প্রক্রিয়া

  1. এই স্কিমটি অফলাইন আবেদনের সুযোগ দেয়।
  2. এই সুবিধা পেতে, যোগ্য মেয়ে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ স্কুল বা ইনস্টিটিউটের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
  3. আবেদন প্রক্রিয়াটি শিক্ষা পোর্টালেও রেকর্ড করা হবে।
  4. শিক্ষার্থীর প্রোফাইল শিক্ষা পোর্টালে থাকতে হবে।
  5. শুধু তাই নয়, শিক্ষা পোর্টালে (https://shikshaportal.mp.gov.in) থাকা প্রোফাইলটি যেন আপডেট করাও থাকে।
সঙ্গে থাকুন ➥