পার্থ সারথি মান্না, কলকাতাঃ টাকার দরকার কম বেশি সকলেরই, ব্যক্তিগত প্রয়োজনে বা ব্যবসায়িক কারণে অনেকেই লোন নিয়ে থাকেন। এক্ষেত্রে সবচেয়ে সুরক্ষিত ও ন্যায্যমূল্যে ঋণ পেতে ব্যাঙ্কই ভরসা। আর সম্প্রতি আরবিআই এর তরফ থেকে রেপো রেট কমানোর পর লোনের জন্য প্রযোজ্য সুদের হারও বেশ কিছুটা কমেছে। কোন ব্যাঙ্কে সবচেয়ে লাভবান হবেন? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
কমল লোনের উপর সুদের হার
কিছুদিন আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে রেপো রেট ০.২৫% কমিয়ে ৬% করে দেওয়া হয়েছে। যার ফলে পার্সোনাল লোন থেকে শুরু করে কার/বাইক লোন, হোম লোন এমনকি এডুকেশন লোন সমস্ত ক্ষেত্রেই সুদের হার বেশ কিছুটা কমেছে।
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রর তরফ থেকে সম্প্রতি নতুন সুদের হার জারি করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে রেপো লিঙ্কড লেন্ডিং রেট বা RLLR ৯.০৫% থেকে কমিয়ে ৮.৮০% করে দেওয়া হয়েছে। ফলে যারা নতুন লোন নেওয়ার কথা ভাবছেন তাদের আগের তুলনায় কম সুদ দিতে হবে বা আরও সহজভাবে বলতে গেলে কম ইএমআই গুণতে হবে।
কোন ব্যাঙ্কে সুদ হল কত?
শুধু ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র নয়, বাকি ব্যাঙ্কগুলির ক্ষেত্রেও সুদের হারের পরিবর্তন হয়েছে। আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহক হয়ে থাকেন তাহলে আগে যেখানে ৯% RBLR দিতে হত, সেখানে এখন ৮.৮৫% দিতে হবে। একইভাবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ইউকো ব্যাঙ্ক এর ক্ষেত্রে নতুন রেট হয়েছে ৮.৮০% ও ইন্ডিয়ান ব্যাঙ্কের ক্ষেত্রে হয়েছে ৮.৭০%। আর সবচেয়ে কম কোন ব্যাঙ্কে হয়েছে জানেন? সেটা ল ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, যেখানে সুদের হার ৬% এ নেমে গিয়েছে।
আরও পড়ুনঃ অপেক্ষার অবসান, মে থেকেই চালুর পথে হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো! প্রকাশ্যে বড় খবর
লোনের সুদের হার কমতে কি কি সুবিধার গ্রাহকদের?
লোনের উপর প্রযোজ্য সুদের হার কমে গেলে স্বাভাবিকভাবেই কম টাকা শোধ করতে হবে। তবে এর সুবিধা যারা নতুন লোন নিতে চাইছেন তারাও যেমন পাবেন তেমনি যারা ইতিমধ্যে লোন নিয়ে ফেলেছেন তারাও পাবেন। কিভাবে? এর জন্য আপনাকে ব্যাঙ্কে গিয়ে লোন রিস্ট্রাকচারিং সম্পর্কে কথা বলতে হবে। এমনকি চাইলে সবচেয়ে কম সুদ নেওয়া ব্যাঙ্কে নিজের লোন ট্রান্সফারও করতে পারবেন।