অফলাইন বন্ধ, অনলাইনেই হবে পঞ্চায়েতের সব কাজ! দুর্নীতি রুখতে কড়া পশ্চিমবঙ্গ সরকার

Submission for Housing Plan Approval will be Online in Panchayat

অফলাইন বন্ধ, অনলাইনেই হবে পঞ্চায়েতের সব কাজ! দুর্নীতি রুখতে কড়া পশ্চিমবঙ্গ সরকার

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সরকারি কাজের ক্ষেত্রে দুর্নীতি আটকানোর জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এরমধ্যে অন্যতম একটি হল অফলাইনের বদলে সরকারি দফতরের কাজ অনলাইনের মাধ্যমে করা। যেমন বর্তমানে বাড়ির প্ল্যান পাশ করানোর জন্য পৌরসভা এলাকায় অনলাইনে মাধ্যমে আবেদন করতে হয়। তবে পঞ্চায়েতের ক্ষেত্রে এখনও অফলাইনে আবেদন চালু ছিল। যার ফলে একাধিক অনিয়মের অভিযোগ আসছিল। তাই এবার গ্রামে বা পঞ্চায়েত এলাকাতেও বাড়ির প্ল্যান পাশের জন্য অনলাইন আবেদন বাধ্যতামূলক করা হল।

বাড়ির প্ল্যান পাশের আবেদন হবে শুধুমাত্র অনলাইনেই

আসলে পঞ্চায়েত এলাকাগুলিতে অফলাইনের মাধ্যমে প্ল্যান পাশের আবেদন চালু থাকার ফলে অনেকেই বাড়ি বা বিল্ডিং নিজের মত করে বানিয়ে নিয়ে সেটা অফলাইনে আবেদন করে কোনোভাবে পাশ করে নিতেন। কিন্তু এবার আর সেটা হবে না। অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। যেটা সরকারি দফতরের অফিসারেরা খতিয়ে দেখবেন, এমনকি প্রয়োজনে সশরীরে গিয়ে পরিদর্শনও করতে পারেন। তারপরেই প্ল্যান পাশ হবে। তাছাড়া প্ল্যান পাশের জন্য ফিও অনলাইনেই জমা দিতে হবে। এর ফলে দালালের জন্য যে অতিরিক্ত টাকা খরচ হত সেটাও মিটে যাবে।

নয়া পদ্ধতিতে কি সুবিধা হবে?

সূত্রে মতে, গ্রাম্য এলাকায় দোতলা বাড়ি তৈরির জন্য পঞ্চায়েত থেকেই পাওয়া যায়। তবে এর জন্য একাধিকবার পঞ্চায়েত অফিসে ঘুরতে হয়, এমনকি কখনও কখনও নেতা-মন্ত্রীদের দ্বারস্থ হতে হয়। তবে অনলাইন পদ্ধতি চালু হলে সেই সমস্ত ঝামেলা থাকবে না। তাছাড়া যদি বহুতল করতে চান সেক্ষেত্রে জেলা পরিষদ থেকে অনুমতি নিতে হয়। এদিকে বর্ধমান পঞ্চায়েত এলাকায় দেখা যাচ্ছে প্রচুর বহুতল গজিয়েছে। এক্ষেত্রে নির্মাণকারী সংস্থাগুলি নিয়মের কোনো তোয়াক্কা করছে না বলে অভিযোগ উঠছে। তাই অনলাইনের মাধ্যমে প্ল্যান পাশ চালু হলে গোটা পক্রিয়ায় স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ অপেক্ষার অবসান, মে থেকেই চালুর পথে হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো! প্রকাশ্যে বড় খবর 

কি বলছে প্রশাসন?

এক প্রশাসনিক আধিকারিকের মতে, পঞ্চায়েতের একাধিক কাজ অনলাইনের মাধ্যমে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতিটা কাজের জন্যই আলাদা আলাদা পোর্টাল তৈরী হবে, সেগুলি তৈরির কাজও চালু হয়ে গিয়েছে। আশা করা হচ্ছে এপ্রিল মাসের মধ্যেই সমস্ত কাজ অনলাইনে করা চালু হয়ে যাবে।

সঙ্গে থাকুন ➥