হঠাৎ হানা কালবৈশাখীর! নববর্ষে ভিজবে সারা বাংলা, ঝড়ের হুঁশিয়ারি দক্ষিণবঙ্গ জুড়ে, আবহাওয়ার খবর

Weather Forecast

হঠাৎ হানা কালবৈশাখীর! নববর্ষে ভিজবে সারা বাংলা, ঝড়ের হুঁশিয়ারি দক্ষিণবঙ্গ জুড়ে, আবহাওয়ার খবর

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: বৃষ্টির দাপটে নববর্ষের প্রাক্কালেই স্নান করেছে বাংলা। কাকভেজা সকালে ভোর হয়ে নেমেছে পয়লা বৈশাখ (Weather Forecast)। ফসল কাটার এই শুভ মরসুমে বাঙালি স্বস্তি দিতে আরও বৃষ্টি নামাতে পারে প্রকৃতি। আবহাওয়ার পূর্বাভাস এল এমনটাই। গত কয়েকদিনের দাবদাহ ভুলে অবশেষে স্বস্তির বৃষ্টি। রবিবার রাত পেরোতে, হঠাৎ করেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। অব্যাহত রয়েছে দমকা হাওয়াও। আরও বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়ার দফতর। চলুন জেনে নিই, আপনার জেলার আবহাওয়ার আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

পয়লা বৈশাখে ঘুরতে বেরোলে ছাতা নিয়ে বেরোতেই হবে। নাহলে আবার রক্ষে নেই। হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টি হতে চলেছে। ও বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনাও প্রবল। একইভাবে ভাসবে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাও। দমকা হাওয়ার তালে তালে বৃষ্টির বড় বড় ফোঁটা শান্তির দিন ফেরাবে। রাজ্যের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

আরও পড়ুন: অফলাইন বন্ধ, অনলাইনেই হবে পঞ্চায়েতের সব কাজ! দুর্নীতি রুখতে কড়া পশ্চিমবঙ্গ সরকার

কলকাতার আবহাওয়া

কলকাতা নিয়ে সতর্কতা জারি করে বসেছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে যে আগামী ২ থেকে ৩ ঘণ্টার জন্য দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়ও। দমকা মেরে বইবে ঝোড়ো হাওয়া। বিশেষ করে সন্ধ্যার দিকে রক্ষে নেই। নববর্ষের এই মিষ্টি দিনে জমিয়ে তাহলে পেটপুজো সেরে ফেলুক বাঙালি। গরমে হাঁসফাঁস করতে হবে না।

উত্তরবঙ্গের আবহাওয়া

এই ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গও রেহাই পাচ্ছে না। বৃষ্টির দাপট চলছে উত্তরবঙ্গেও। পাহাড় ঘেঁষে থাকা ৮ জেলাতেই বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।

সঙ্গে থাকুন ➥