রিচার্জের ঝামেলা থেকে মুক্তি! ১৫০ দিনের ধামাকা প্ল্যান আনল BSNL, খরচ ৪০০ টাকারও কম

BSNL Resurgence

রিচার্জের ঝামেলা থেকে মুক্তি! ১৫০ দিনের ধামাকা প্ল্যান আনল BSNL, খরচ ৪০০ টাকারও কম

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। এই যেমন মোবাইল রিচার্জ আগে যেখানে সস্তায় পাওয়া যেত, সেখানে এখন একমাসের নূন্যতম রিচার্জের জন্য প্রায় ২০০ টাকা খরচ করতে হয়। তবে Airtel, Jio থেকে Vi যেখানে দাম বাড়িয়েই চলেছে সেখানে বিএসএনএল পাল্টা সস্তার প্ল্যান (BSNL Recharge) লঞ্চ করে বাজার কাঁপাচ্ছে। আজও এমনই একটি প্ল্যান সম্পর্কে জানাবো আপনাদের যেটা ৫ মাসের ভ্যালিডিটি দেবে।

BSNL এর ৫ মাস ভ্যালিডিটি প্ল্যান

আপনি যদি একজন বিএসএনএল গ্রাহক হন তাহলে প্রতিমাসে রিচার্জ না করে একবারে ৫ মাসের রিচার্জ করে নিতেই পারেন। এর জন্য ৫০০ তো নয়ই ৪০০ টাকাও লাগবে না। তবে দামে কম হলেও সুবিধায় কিন্তু কোনো কমতি নেই! আনলিমিটেড কলিং, ডেটা থেকে শুরু করে ফ্রী এসএমএস সবই পাওয়া যাবে। কত টাকার রিচার্জ করতে হবে এর জন্য? চলুন জেনে নেওয়া যাক।

৮০ টাকারও কমে আনলিমিটেড প্ল্যান আনল বিএসএনএল

BSNL এর তরফ থেকে একাধিক সস্তার প্ল্যান লঞ্চ করা হয়েছে। যার মধ্যে অন্যতম হল ৩৯৭ টাকার প্লেনটি। একবার এই রিচার্জ করলে আপনি ৫ মাস নিশ্চিন্ত থাকতে পারবেন, অর্থাৎ ১৫০ দিনের বৈধতা থাকবে প্ল্যানটির। তাই যদি দ্বিতীয় সিমকার্ড চালু রাখতে হয় এটা দুর্দান্ত একটা অপশন হতে পারে।

BSNL Rs 397 রিচার্জের সুবিধা

আপনি যদি ৩৯৭ টাকার প্যানটি রিচার্জ করেন তাহলে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও ১০০টি করে ফ্রি এসএমএসের সুবিধা পাবেন। তবে এই সবটাই ভ্যালিড থাকবে প্রথম ৩০ দিনের জন্য। এরপর বাকি ১২০ দিন সিমকার্ড চালু থাকলেও বাকি সুবিধাগুলি থাকবে না। তবে সিমকার্ড চালু রাখার জন্য যেখানে মোটা টাকা খরচ করতে হচ্ছিল সেখানে এটা অনেকটাই কম।

আরও পড়ুনঃ চৈত্র সংক্রান্তিতেই কালীঘাট স্কাইওয়াক উদ্বোধন করলেন মমতা, কোথায় ডালার দোকান ও প্রবেশের পথ?

প্রসঙ্গত, BSNL কে চ্যালেঞ্জ করে Jio এর তরফ থেকেও একটি ২০০ দিন বৈধতার প্ল্যান লঞ্চ করা হয়েছে। এর জন্য আপনাকে ২০২৫ টাকা রিচার্জ করতে হবে। তার বদলে রোজ ২.৫ জিবি ডেটা ও আনলিমিটেড কলিং ও রোজ ১০০ ফ্রি SMS পাওয়া যাবে। কিন্তু এক্ষেত্রে টাকার অঙ্কটা অনেকটাই বেশি।

সঙ্গে থাকুন ➥