পার্থ সারথি মান্না, কলকাতাঃ আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই উদ্বোধন হবে দীঘাতে জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple)। আগামী ৩০ শে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মন্দিরের উদ্বোধন করবেন। তার আগেই নবান্নে প্রসাধনীক বৈঠক থেকে এল বড় ঘোষণা, জানা গেল জগন্নাথ মহাপ্রভুর জন্য স্বর্ণ ঝাড়ু উপহার দেবেন তিনি। এর জন্য ৫ লক্ষ ১ টাকার চেকও নাকি তৈরি রেখেছেন।
জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সোনার ঝাড়ু
আসলে পুরীর জগন্নাথ মোদির রথযাত্রার সময় সোনার ঝাড়ি দিয়েই জগন্নাথ দেবের জন্য রাস্তা ঝাঁট দেওয়া হয়। এই রীতি মেনে পুরীতেও সোনার ঝাড়ু রাখা রয়েছে। সেই অনুযায়ী দিঘার মন্দিরেও যাতে একই রীতি মানা হয় সেটা চেয়েই এমন সিদ্ধান্ত।
এদিন প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, পুরীর মত দিঘার মন্দিরেও সোনার ঝাড়ু রাখা হবে। দান ধ্যান শুরু হলেই আমায় জানাবেন সবার আগে আমি দান করবো জগন্নাথ দেবরের সোনার ঝাড়ুর জন্য।
তুঙ্গে উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি
আজ অর্থাৎ বুধবার নবান্নে মন্দিরের উদ্বোধন নিয়ে একটি প্রশাসনিক বয়ষ্ক করেন মুখ্যমন্ত্রী। যেখানে ভারত সেবাশ্রম থেকে শুরু করে ইস্কনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। উদ্বোধনের সময় ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে ভিড় সামনালোর জন্য নির্দিষ্ট প্রশাসনকে তৎপর থাকতে বলা হয়েছে। এমনকি কোনো দুর্ঘটনা এড়ানো থেকে শুরু করে বিশেষ সতর্কতা নেওয়ার কথাও জানানো হয়।
আরও পড়ুনঃ ডিজিটালেই ভেরিফিকেশন থেকে ক্লেইম পাস, ৩টি বড় পরিবর্তন এল EPFO-তে
যেমনটা জানা যাচ্ছে, উদ্বোধনের দিনে ১০-১৫ হাজার ভক্ত আসতে পারেন। যারা উপস্থিত থাকতে চান তাঁরা ২৮ তারিখই পৌঁছে যান, ২৯শে এপ্রিল যজ্ঞের আয়োজন হবে। যেটা টিভিতে সম্প্রচারিত হবে। আর ৩০ শে এপ্রিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন নামি শিল্পী থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।