পার্থ সারথি মান্না, কলকাতাঃ আর কিছুদিন পরেই গরমের ছুটি পড়ে যাবে। এই সময় অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান করে রেখেছেন। কেউ প্রিয়জনকে নিয়ে তো কেউ আবার ফুল ফ্যামিলি নিয়ে। তবে আপনি যদি এখনও কোথায় যাবেন ঠিক না করে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনারই জন্য। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজ্যম কর্পোরেশন বা IRCTC এর তরফ থেকে একটি দুর্দান্ত ভ্রমণ প্যাকেজ আনা হয়েছে। কোথায় যাবেন কত খরচ আর কি কি থাকবে? সবটাই রইল বিস্তারিত।
আইআরসিটিসির বৈষ্ণ দেবী ট্যুর প্যাকেজ | IRCTC Vaishno Devi Package
অনেকেই আধ্যাত্মিক বা ধার্মিক স্থানে ভ্রমণে যেতে পছন্দ করেন। তাদের জন্য এবার বিশেষ মাতা বৈষ্ণ দেবী ট্যুর প্যাকেজ নিয়ে হাজির হল আইআরসিটিসি। থাকা খাওয়া থেকে যাতায়াত সবটাই দায়িত্ব নেবে রেল। মোট ৪ রাত্রি ৫ দিনের এই প্যাকেজে থার্ড এসি কোচে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এরপর এসি বাসে কাটরা পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তারপর হোটেলে থাকা খাওয়া ও রাত্রিযাপন।
পরের দিন ব্রেকফাস্ট সেরে মা বৈষ্ণ দেবী দর্শনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এরপর হোটেলে ফিরে নিজস্ব ঘোরার সময় ও খাওয়া দাওয়া সেরে রাত্রি যাপন। চতুর্থ দিনে ফের জম্মু তাওয়াই স্টেশনে ফিরে ট্রেন ধরে পঞ্চম দিনে ফেরা।
কোন কোন স্টেশন থেকে শুরু হবে যাত্রা?
আপনি যদি এই ট্যুর প্যাকেজে ঘুরতে যেতে চান তাহলে মোট ৬টি স্টেশনের যে কোনো একটি থেকে উঠে পারেন। সেগুলি হল বারাণসী, জৌনপুর, সুলতানপুর, লাখনৌ, শাহজাহানপুর, মোরাদাবাদ স্টেশন থেকে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এই ট্রেন ছাড়া হবে।
আরও পড়ুনঃ জগন্নাথ দেবের সোনার ঝাড়ুর জন্য দেবেন ৫ লক্ষ, দিঘার মন্দির উদ্বোধনের আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কত টাকা খরচ হবে?
এখন নিশ্চই ভাবছেন, আইআরসিটিসি বৈষ্ণ দেবী ট্যুর প্যাকেজের জন্য কত টাকা খরচ হবে? এর উত্তর নির্ভর করে আপনারা কতজন যাবেন ও কিভাবে থাকবেন তার উপর। আপনি যদি ব্রেকফাস্ট সহ হোটেল নেন তাহলে এক জনের জন্য ১৫.,৪৬০ টাকা খরচ পড়বে। সেটাই আবার ডাবল বা ট্রিপল শেয়ারিংয়ের ক্ষেত্রে ৯,৯০৫ টাকা ও ৮,৬৩৫ টাকা পড়বে। এছাড়া বাচ্চাদের জন্য বেড সহ ৬,৮৪০ টাকা ও বেড ছাড়া ৬,০৯৫ টাকা খরচ পড়বে। এবার আপনি যদি ব্রেকফাস্টের পাশাপাশি হোটেলে ডিনারও করতে চান তাহলে আরেকটু বেশি খরচ হবে। এক্ষেত্রে দামের বিস্তৃত বিবরণ দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে।
IRCTC বৈষ্ণ দেবী ট্যুর প্যাকেজ – অফিসিয়াল লিঙ্ক