শ্রী ভট্টাচার্য, কলকাতা: সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে (Weather Forecast)। আবার মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি অক্ষরেখা ছত্তীসগঢ় এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বৃষ্টি বাঁধাচ্ছে আবহাওয়া। এই জোড়া অক্ষরেখার প্রভাবেই শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতি থেকে শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়েরও সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টি হতে পারে শুধু দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়।
আরও পড়ুন: সব উত্তরপত্র বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের! ফের পরীক্ষা দিতে হবে?
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বুধবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হাওয়া বয়ে গিয়েছে। বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। শুক্রবার ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় সহ ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বৃষ্টিপাত হতে পারে।
কলকাতার আবহাওয়া
সকাল থেকেই মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা দিকে দিকে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ। সবচেয়ে কম হতে পারে ৪৭ শতাংশ। বেলা গড়িয়ে বিকেল হলেই বৃষ্টির মুখ দেখতে পারে দক্ষিণবঙ্গের মানুষ।