শ্রী ভট্টাচার্য, কলকাতা: আর কতদিন অপেক্ষা করতে হবে (Howrah To Sector V Metro)? কবে সহজ হবে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর-ফাইভ মেট্রো ছুটে যাওয়া? এমনই প্রশ্ন মাথায় ঘুরছিল এতদিন। এবার মিলল সদুত্তর। ১-২ আর নয় শুধু গ্রিন লাইনেই ছুটবে মেট্রো। সময়ের আগেই পৌঁছে দেবে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর–ফাইভ।
সূত্রের খবর, এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত ২.৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ প্রস্তুত করা হয়েছে। এই বিরাট সুড়ঙ্গে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ঠিক পরিস্থিতিতে রয়েছে কি না, তা খতিয়ে ইতিমধ্যেই দেখে ফেলেছে রাজ্য দমকল বিভাগ। শংসাপত্র হাতে পেয়ে গিয়েছে মেট্রোও। এ প্রসঙ্গে কলকাতা মেট্রোর আধিকারিকদের দাবি, রাজ্য দমকল বিভাগের কর্তারা দাঁড়িয়ে থেকে ‘ফায়ার টেস্ট’–এ ভালো ফল দেখলে তবেই দমকল বিভাগ সার্টিফিকেট দেয়। ফায়ার টেস্টে পাস হলে, সেই সার্টিফিকেট হাতে নিয়ে সিআরএসকে ভিজিট করতে আসার জন্য ডাকতে হয়। তাই আর চাপ নেই। এখন কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) প্রতিনিধিরা পরীক্ষা করে দেখলেই বাকি কাজ অনেকটাই সম্পন্ন হয়ে যাবে।
আরও পড়ুন: জগন্নাথ দেবের সোনার ঝাড়ুর জন্য দেবেন ৫ লক্ষ, দিঘার মন্দির উদ্বোধনের আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কিন্তু কবে ভিজিটে আসবে সিআরএস?
এখনও পর্যন্ত সে দিনক্ষণও অধরা। কারণ, দেশের বিভিন্ন জায়গায় রেলের অনেক প্রজেক্টের কাজ চলছে। ভিজিটে যেতে হচ্ছে কর্তাদের। সময়ের বড়ই অভাব। ব্যস্ততা যেন ঘিরে ধরেছে। তাই এতকিছুর মধ্যে কলকাতায় আসতে পারছেন না কর্তারা। তবে, সার্টিফিকেট যেহেতু হাতে এসে গিয়েছে, তাই সেই সুবাদেই কর্মকর্তারা তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন বলে আশা করা যায়।
কবে থেকে চালু হতে চলেছে হাওড়া ময়দান থেকে সেক্টর-ফাইভ মেট্রো?
জল্পনা ছিল, বাংলা নববর্ষের প্রথম দিনেই গ্রিন লাইনের পরিষেবা চালু হবে। কিন্তু পয়লা বৈশাখ গিয়েছে ২ দিন হল, এখনও চালু হয়নি গ্রিন লাইনের অখণ্ড পরিষেবা। তাহলে কবে থেকে চালু হতে চলেছে হাওড়া ময়দান থেকে সেক্টর-ফাইভ মেট্রো? সে বিষয়ে যদিও এখনও নিশ্চিত কিছু জানিয়ে দেননি কলকাতা মেট্রোর কর্মকর্তারা। যদিও ইতিমধ্যেই যেহেতু ফায়ার টেস্টে পাস হয়ে গিয়েছে, রাজ্যের দমকল বিভাগেরও সার্টিফিকেট হাতে এসে গিয়েছে, তাই আশা করাই যায় যে হয়ত এই মেট্রো চালু হতে আর বেশি দিন বাকি নেই।