পরিণীতার গল্প শেষ! উল্টে গেল TRP তালিকা! নববর্ষে বেঙ্গল টপার ২ মেগা! দেখুন TRP লিস্ট

Bengal TRP List

পরিণীতার গল্প শেষ! উল্টে গেল TRP তালিকা! নববর্ষে বেঙ্গল টপার ২ মেগা! দেখুন TRP লিস্ট

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: নববর্ষের শুরুতে খেল দেখালো টিআরপি (Bengal TRP List)। রীতিমত চোখ ধাঁধিয়ে সেরার শিরোপা হাতিয়ে নিল অন্য দুই মেগা। পরিণীতার গল্প আর পছন্দ নয় বাঙালির! অন্তত নতুন টিআরপি তালিকা তো তাই বলছে! গোটা সপ্তাহ ধরে জি বাংলা থেকে ষ্টার জলসার মেগাতে টানটান পর্বের রেজাল্ট বেরিয়েছে আজ। কে সেরা সেটার প্রমাণ মিলেছে। এ সপ্তাহের টার্গেট রেটিং পয়েন্টের তালিকা দেখলে চমকে যাবেন।

কে এখন বাংলার নতুন টপার?

বিগত প্রায় দু মাস ধরে সেরার সিংহাসন একাই দখল করে রেখেছিল অন্যতম জনপ্রিয় সিরিয়াল পরিণীতা। তবে এবার আর তা হল না। শেষমেষ পরিণীতাকে টেক্কা দিল তার পরের থাকা দুই মেগাই। এইভাবে যে বাজি পাল্টে যেতে পারে, কে ভেবেছিল! দ্বিতীয় নম্বরে থাকা জগদ্ধাত্রী ও ফুলকি দুজনেই একই পয়েন্ট নিয়ে বাংলার সেরা সিরিয়াল হয়ে দাঁড়িয়েছে। নিচে চলে গিয়েছে পরিণীতা।

সপ্তাহের সেরা পাঁচ ধারাবাহিক

সেরার স্থান হারিয়েছে রায়ান ও পারুল জুটি। রাঙ্গামতি তীরন্দাজ, পরশুরাম আজকের নায়ক, চিরদিনই তুমি যে আমার ও গীতা LLB, দখলে মিলেই এবার TRP হাঁকিয়েছে। পিছনে গিয়ে পড়েছে বেশ কিছু জনপ্রিয় মেগা। কোন কোন মেগা? চলুন এবার সেরা দশের তালিকা দেখে নেওয়া যাক।

বাংলা সিরিয়ালের সেরা পাঁচের টিআরপি তালিকা

  1. জগদ্ধাত্রী, ফুলকি – ৭.০ পয়েন্ট
  2. পরিণীতা – ৬.৯ পয়েন্ট
  3. রাঙ্গামতি তীরন্দাজ – ৫.৯ পয়েন্ট
  4. পরশুরাম আজকের নায়ক – ৫.৮ পয়েন্ট
  5. চিরদিনই তুমি যে আমার, গীতা LLB – ৫.৫ পয়েন্ট

আরও পড়ুন: কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ‘পরশুরাম’ ইন্দ্রজিৎ বসু? চেনেন হিরোর মনের মানুষকে?

রিয়ালিটি শোগুলোর পারফরম্যান্স

সিরিয়াল ছাড়াও শনি ও রবিবার টিভির পর্দায় রিয়েলিটি শোগুলোও ভালোই TRP জিতেছে। যেমন দিদি নাম্বার ওয়ানের সানডে ধামাকা পর্ব পেয়েছে ৪.৪ পয়েন্ট। আবার ডান্স বাংলা ডান্স পেয়েছে ৩.৯ পয়েন্ট। অর্থাৎ দর্শক সিরিয়ালের পাশাপাশি রিয়ালিটি শো সমানতালে এনজয় করেন।

সঙ্গে থাকুন ➥