শ্রী ভট্টাচার্য, কলকাতা: ১৯২৫ সাল থেকে যাত্রা শুরু করে রেলের সবচেয়ে পুরনো হাওড়া ডিভিশন। এই বছর তার ১০০ বছর পূর্ণ হতে চলেছে। তাই হাওড়া ডিভিশনের শর্তবর্ষে বিশেষ কিছু করার কথা ভেবেছে রেল। তার জেরেই নিতে হয়েছে একের পর এক কঠিন সিদ্ধান্ত।
জানা গিয়েছে, হাওড়ার এই ঐতিহাসিক উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হবে। একমাস ধরে চলবে। হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্মের উদ্বোধন করার কথা রয়েছে। শতবর্ষ উদযাপনের থিম চিত্রাঙ্কন করা হবে আবার রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনেও। লোকাল ট্রেনেও এই বিষয়ের উপর ছবি আঁকা হবে।
আরও পড়ুন: অপেক্ষার শেষ, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভে ছুটবে মেট্রো, পাস ফায়ার টেস্টও! চালু কবে?
কিন্তু শতবর্ষের এই উৎসব অবশ্যই ভালো কথা। তবুও এক সময় তো থেকেই যাচ্ছে। এই অনুষ্ঠানের জেরে যে হাজার হাজার যাত্রীর যাতায়াতে টান পড়বে। তা নিয়ে কী ভাবছে রেল? জানা গিয়েছে, উৎসবের পাশাপাশি রেল নজর দিয়েছে বাস্তব সমস্যার দিকেও। দীর্ঘদিন ধরেই যাত্রীরা ট্রেনে বিলম্বের অভিযোগ জানিয়েছেন। অফিস টাইমে লোকাল ট্রেনের চলাচলে ঘনঘন দেরি আর সয় না। উত্তাল ভিড়ের জন্যও যাত্রীদের সমস্যার শেষ নেই। এই সমস্যা সমাধান ইতিমধ্যেই ভেবেছে হাওড়া ডিভিশন।
হাওড়া ডিভিশন নতুন পরিকল্পনা ব্যান্ডেল স্টেশনের (Bandel Train) দিকে ইঙ্গিত করছে। এ প্রসঙ্গে, হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমারের দাবি, ব্যান্ডেল থেকেই উত্তর ও পূর্ব ভারতের উদ্দেশে দূরপাল্লার ট্রেন চালানো লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তাই ইতিমধ্যেই কোচিং ডিপো এবং স্টেশন উন্নয়নের কাজ চলছে ব্যান্ডেল ইয়ার্ডে। এবার ব্যান্ডেলের একার উপর যাতে সব চাপ না যায়, পণ্য পরিবহণের সুবিধা নিশ্চিত করতে ব্যান্ডেলের পাশেই বাঁশবেড়িয়ায় ‘গতি শক্তি কার্গো টার্মিনাল’ চলতি বছরই চালু করার ইচ্ছে রয়েছে।