শ্রী ভট্টাচার্য, কলকাতা: রান্নার জন্য সিলিন্ডার এখন আর একমাত্র ভরসা নয় (Gas Pipeline)। রাজ্যের বিভিন্ন জায়গাতেই এখন পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। পাইপের মাধ্য়মেও বাড়ি বাড়িতে চাপানো হচ্ছে রান্না। এক্ষেত্রে সিলিন্ডারের ঝামেলা নেই ঠিকই। তবে, একটি সমস্যা কিন্তু একেবারেই ‘নজরআন্দাজ’ করা যাবে না। আপনি পাইপের মাধ্যমে দিনে কতটা গ্যাস খরচ করছেন, তার কোনও মাপকাঠি থাকছে না। এর জন্য দরকার পড়ছে মিটার। তাই এবার নতুন ব্যবস্থা নিল কেন্দ্র। আনা হচ্ছে নতুন নিয়ম।
সোমবার কেন্দ্র জানিয়ে দিয়েছে যে পাইপের গ্যাস ব্যবহার করতে গেলে একটি নির্দিষ্ট কাজ করা জরুরি। মিটার ব্যবহার করতে হবে। মিটার ব্যবহার না করলে হবে না। এই নিয়মের কোনওর ব্যতিক্রম নেই। তবে, অবশ্যই অনুমোদিত মিটার ব্যবহার করা আবশ্যক। ক্রেতা সুরক্ষা মন্ত্রকের আরও জানিয়েছে যে যেখানেই পাইপের গ্য়াস যাক, সব জায়গাতেই বসাতে হবে অনুমোদিত মিটার। এর দরুণ যাতে গ্রাহকদের কোনও অসুবিধা না হয়, সেদিকেও নজর দেওয়া হবে।
আরও পড়ুন: অপেক্ষার শেষ, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভে ছুটবে মেট্রো, পাস ফায়ার টেস্টও! চালু কবে?
আসলে, অনেক ক্ষেত্রেই মানুষ অনুমোদন ছাড়াই যে কোনও মিটার ব্যবহার করে বসছেন। জেনে কিংবা না জেনে। আর এই অনুমোদিত মিটার সঠিক তথ্য দেয় না। এর মাধ্যমে সহজেই কারচুপি করা যেতে পারে। সেকারণেই নির্দিষ্ট অনুমোদন করা মিটার লাগাতে হবে। এই সমস্ত মিটার নিজস্ব ছাপযুক্ত হবে। মিটারের মাধ্যম সেই মাপকাঠি বেরিয়ে আসবে যে কতটা গ্যাস ব্যবহার করা হচ্ছে।
প্রসঙ্গত, সারা রাজ্য জুড়ে পাইপলাইন সংযোগ করার কাজ হয়ে গিয়েছে। যদিও এখনও প্রত্যেকে পাননি। কবে পাবেন তাও অজানা। আসলে বর্তমানে গ্যাস সিলিন্ডারের দাম আকাশছোঁয়া। কিনতে গিয়ে খসছে প্যাকেট। এমন সময় পাইপলাইনে গ্যাস সরবরাহ করা হলে, কিছুটা হলেও সম্ভবত স্বস্তি পেতে পারেন মধ্যবিত্ত।