৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বৃষ্টি হবে দক্ষিণের ৮ জেলায়! বিকেলের পর কালবৈশাখীর পূর্বাভাস

Weather Update Today

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বৃষ্টি হবে দক্ষিণের ৮ জেলায়! বিকেলের পর কালবৈশাখীর পূর্বাভাস

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: নিম্নচাপের ভ্রূকুটি, বৃষ্টিস্নাত বাংলা (Weather Update Today)। শন শন করে বইবে ঝোড়ো হাওয়া। সঙ্গে দামাল বৃষ্টি। দাবদাহকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে শুধুই এখন মেঘলা আকাশ, মেঘলা দিন, মেঘলা বিকেলের খেলা। আর সন্ধ্যেটা? চা, স্ন্যাকস বসে পড়ুন। বৃষ্টি ঝড়ে উথাল পাতাল হবে বাংলা। মনোরম আবহাওয়া। বাইরে বেরোলেই বিপদের আশঙ্কা। ঘরেই শান্তি তাই।

হাওয়া অফিস সূত্রে খবর, মধ্যপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। এর কারণেই সাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে পড়েছে। যার প্রভাবে শুক্রবার রাজ্যজুড়ে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। চলুন জেনে নিই কোন কোন জেলায় কেমন আবহাওয়া বিরাজ করবে?

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে রয়েছে কালবৈশাখীর সতর্কতা। বেশিরভাগ জেলাতেই শুক্রবার বিকেলে বৃষ্টি নামবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং কলকাতাতে কালবৈশাখী নামবে। হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বলে রাখি, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার হেরফের হবে না।

আরও পড়ুন: ৫০ পয়সার কয়েনের দাম ১৬,০০০ টাকা! খুঁজে দেখুন, এই কয়েন রয়েছে কি আপনার বাড়িতে?

কলকাতার আবহাওয়া

বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজেছে কলকাতা। তারপর থেকেই কলকাতার তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। শুক্রবার সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ বিকেলে থেকেই কলকাতায় নামবে বৃষ্টি। সঙ্গে আবার ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার পর্যন্ত মোটামুটি ঠান্ডা আবহাওয়াই থাকবে। এরপর বুধবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রার পারদ।

উত্তরবঙ্গের আবহাওয়া

শুক্রবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বলে রাখি, সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার হেরফের হবে না।

সঙ্গে থাকুন ➥