শ্রী ভট্টচার্য, কলকাতা: ৩ এপ্রিল প্রায় ২৬,০০০ চাকরি বাতিল মামলায় হাইকোর্টের নির্দেশ বহাল রেখেই রায় দেয় সুপ্রিম কোর্ট (Calcutta High Court)। বাতিল করে দেওয়া হয় ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল। এমন সময় মাথায় হাত পড়ে যায় শিক্ষকদের! চলে বিক্ষোভ, প্রতিবাদ, বৈঠক। কিন্তু এখন ব্যাপারটা অন্য জায়গায় দাঁড়িয়ে।
সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, যাঁরা ‘অযোগ্য হিসাবে চিহ্নিত’ তাঁদের নিজ নিজ এতদিনের বেতনের পুরো অঙ্ক ফেরত দিতে হবে। শীর্ষ আদালত সেই নির্দেশ দিয়েছে দুই সপ্তাহ হল। অথচ এদিকে বিষয়টি একই রয়েছে। জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশের পরও টাকা ফেরত দেওয়া হচ্ছে না, নেওয়া হচ্ছে না, কোনও প্রক্রিয়া শুরু হয়নি।
আরও পড়ুন: ‘যোগ্য’ তাঁরাও! এমনই দাবি করে স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অযোগ্য’ শিক্ষকরা!
OMR-ও প্রকাশ করা হয়নি। রাজ্য সরকারও নাকি বেতন ফেরতের ক্ষেত্রে কোনও উদ্যোগ নেয়নি।তথাকথিত ‘অযোগ্য’রা এখনও স্কুলে গিয়ে ক্লাস করছেন, পড়াচ্ছেন। পোর্টাল থেকে নামও বাদ দেওয়া হয়নি তাঁদের। এককথায় বড়সড় আদালত অবমাননা হয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে।
সাধারণত এই বিষয়গুলি হাইলাইট করেই সরসরি রাজ্যের বিরুদ্ধে ফের আদালত অবমাননার মামলা দায়ের করেছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত ও বিক্রম ব্যানার্জি। তাঁদের অভিযোগ, চাকরি দুর্নীতির মামলায় ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশও কার্যকর করা হয়নি এখনও পর্যন্ত। এদিকে, শুনানি বেশিদিন বাকি নেই। জানা গিয়েছে, বিচারপতি দেবাংশু বসাক এই মামলার শুনানি করবেন। এই বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে আগামী সোমবার।