পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের সিংহভাগই Jio এর সিম ব্যবহার করেন। এর মূল কারণ হল ডেটা, সস্তায় হাইস্পীড ফোরজি বা আনলিমিটেড ফাইভ জি ব্যবহারের জন্য জিও অনেকেরই প্রথম পছন্দ। তবে যদি আপনার ফোন শুধুই ফোরজি সাপোর্ট করে আর মাঝে মধ্যেই প্রতিদিনের লিমিটেড ডেটা শেষ হয়ে যায় তাহলে আপনার জন্য মাত্র ২৬ টাকায় একটি দুর্দান্ত রিচার্জ আনল রিলিয়েন্স জিও (Jio Recharge)।
মাত্র ২৬ টাকায় দুর্দান্ত রিচার্জ প্ল্যান আনল Jio
হ্যাঁ ঠিকই দেখেছেন, মাত্র ২৬ টাকার রিচাজ নিয়ে হাজির হয়েছে জিও। কি সুবিধা পাওয়া যাবে আর কতদিন ভ্যালিডিটি থাকবে? তাছাড়া বাকি কোম্পানির তুলনায় কতটা সুবিধা যাওয়া যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
২৬ টাকায় মিলবে গোটা মাসের ভ্যালিডিটি
আপনি যদি ২৬ টাকা রিচার্জ করেন তাহলে ২ জিবি ডেটা পাবেন। এই ডেটা প্রতিদিনের ১জিবি / ২ জিবি যে ডেটা লিমিট থাকে সেটা শেষ হওয়ার পর খরচ হবে। তাই যদি কোনোদিন একটু বেশি ডেটা খরচ হয় তাহলেও একেবারে নিশ্চিন্ত থাকতে পারবেন। আর এই প্ল্যানের বৈধতা থাকবে ২৮ দিন। তাই একবার রিচার্জ করলে যে ডেটা জলদি খরচ করতেই হবে তার জন্যও কোনো চিন্তা নেই।
এবার অনেকেই হয়তো ভাবছেন এই প্ল্যানটি রিচাজ করে কাদের সুবিধা হবে? এর উত্তর হল যে সমস্ত ব্যক্তিরা হয়তো প্রতিদিনের ডেটা লিমিট মাঝে মধ্যেই শেষ করে ফেলেন আর মনে হয় আরেকটু বেশি ডেটা পাওয়া গেলে ভালো হত। এক্ষেত্রে ২৬ টাকার এই ছোট্ট রিচার্জ থাকলে এক্সট্রা ডেটা পাওয়া যাবে। তাছাড়া যদি আপনি রাস্তায় থাকেন আর কোনো কারণে ডেটার প্রয়োজন হয় সেক্ষেত্রেও এই রিচার্জ করে নেওয়া যেতে পারে।
বাকিদের থেকে কতটা সস্তা Jio?
তবে শুধু জিও সিমের ক্ষেত্রেই যে এমন রিচার্জ আছে তা কিন্তু নয়। Airtel বা Vi এর ক্ষেত্রেও এমন রিচার্জ রয়েছে। উভয় ক্ষেত্রেই ২৬ টাকায় ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে। তবে মুশকিল হল এক্ষেত্রে মাত্র ১ দিনেরই বৈধতা যাওয়া যাবে।