ফ্রি সার্ভিস অতীত! এবার UPI ব্যবহারেও দিতে হবে ট্যাক্স? যা জানাল কেন্দ্র

GST on UPI Payment

ফ্রি সার্ভিস অতীত! এবার UPI ব্যবহারেও দিতে হবে ট্যাক্স? যা জানাল কেন্দ্র

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ একটা সময় ছিল কখন পকেটে টাকা না নিয়ে বেরোলে চিন্তার শেষ থাকতো না। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে সেসব না ভাবলেও চলে। কারণ UPI এর দৌলতে বিনাপয়সায় একপ্রকার নিমেষেই টাকা পাঠিয়ে দেওয়া যায়। তাছাড়া সবজির দোকান, পেট্রল পাম্প থেকে রেস্তোরা এমনকি শপিংমল সর্বত্রই ইউপিআই দিয়ে কাজ চলে যায়। তবে এবার কোটি কোটি ভারতবাসীকে ঝটকা দিল কেন্দ্র সরকার। UPI ব্যবহারে দিতে হবে GST। কিন্তু কেন আর কতটা? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

UPI ব্যবহারে লাগবে GST!

সম্প্রতি জানা যাচ্ছে, ইউপিআই লেনদেনের উপর জিএসটি চাপানো নিয়ে আলোচনা চলছে কেন্দ্রীয় সরকারের তরফে। যদিও এখনও ইনিয়ম পাশ হয়নি, তবে একবার যদি এটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে ২০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে জিএসটি দিতে হতে। পারে।

কত শতাংশ জিএসটি দিতে হবে?

এখন প্রশ্ন হচ্ছে, যদি জিএসটি দেওয়ার নিয়ম চালু হয় তাহলে কত শতাংশের হারে দিতে হবে? মনে করা হচ্ছে ১৮% হারে জিএসটি দিতে হতে পারে। এমনকি শুধু UPI নয় ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। যদি এমনটা হয় তাহলে ডিজিটাল পেমেন্টের যে ইকোসিস্টেম তৈরি হয়েছিল সেটার উপর ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মন বিশেষজ্ঞদের।

আরও পড়ুনঃ ঘুরতে হবে না সরকারি দফতরে, দেখুন বাড়ি বসে অনলাইনে প্যান কার্ড সংশোধনের পদ্ধতি

বর্তমানে ব্যবসায়ীদের থেকে ০.৫% থেকে শুরু করে ২% পর্যন্ত সার্ভিস চার্জ নেওয়া হয়। তাই নতুন করে জিএসটি যুক্ত হলে ডিজিটাল পেমেন্টের উপর ভালোই প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। তাছাড়া এর আগেও অর্থমন্ত্রী নিমলা সীতারামন এই নিয়ে বৈঠক করেছিলেন তবে সেই সময় চার্জ ধার্য করার সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সঙ্গে থাকুন ➥