শক্তি বাড়াচ্ছে কালবৈশাখী, ঝড় বৃষ্টির মধ্য দিয়েই সপ্তাহের ইতি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

Weather Update Today

শক্তি বাড়াচ্ছে কালবৈশাখী, ঝড় বৃষ্টির মধ্য দিয়েই সপ্তাহের ইতি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ, মালদহ ও দুই দিনাজপুরের উপর সক্রিয় ঘূর্ণাবর্ত সক্রিয় (Weather Update Today । ঝাড়খণ্ড থেকে মধ্য অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ঘূর্ণাবর্তের উপর দিয়ে গিয়েছে। মানে বুঝতে পারছেন! প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সেই কারণেই আবহাওয়ার পরিস্থিতি ভয়াবহ আর কি!

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পর্যন্ত এমনই বর্ষার ভ্রুকুটি বজায় থাকতে চলেছে। তারপর থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে। ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ঝাঁপিয়ে পড়তে পারে কালবৈশাখীর মতো পরিস্থিতি। অন্যান্য জেলায়ও একই অবস্থা হতে পারে। যদিও এতটা বেশি নয়। হলুদ সতর্কতা রয়েছে নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।

আরও পড়ুন: SSC কাণ্ডে ফের চাপে রাজ্য, নতুন করে হাইকোর্টে দায়ের মামলা

কলকাতার আবহাওয়া

শনিবার তুফানি দুর্যোগ কলকাতায়! ঝড়-জলের দাপট শুরু বিকেলে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত কোনও অসহনীয় গরমের পরিবেশ থাকবে না। তাপমাত্রা একই থাকবে আগামী কয়েকদিন। তাপপ্রবাহের সম্ভাবনা নেই। সোমবার পর্যন্ত স্থিতিশীল আবহাওয়া বিরাজমান।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও একই রকম পরিস্থিতি। পার্বত্য জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি, আবার ৬০ কিমি বেগে ঝড় হতে পারে। শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার আবার কালবৈশাখীর জন্য বিশেষ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

সঙ্গে থাকুন ➥