পার্থ সারথি মান্না, কলকাতাঃ গোটা দেশে সবচেয়ে কম খরচে আরামদায়ক যাতায়াত ব্যবস্থার কথা জানতে চাওয়া হলে সকলের মুখেই প্রথমে আসবে ভারতীয় রেলওয়ের (Indian Railways) ট্রেনের কথা। প্রতিদিন কোটি কোটি মানুষ লোকাল ও এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে নিজের গন্তব্যে পৌঁছে যান। তবে জানেন কি প্রথম যে প্যাসেঞ্জার ট্রেন চলেছিল সেটা কোথা থেকেই কতদূর অবধি যাত্রা করেছিল? আর সেই টিকিটের দামই বা কত ছিল? জানতে হলে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়তে হবে।
ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেনের ইতিহাস
১৮৫৩ সালের ১৬ এপ্রিল ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন বোরি বন্দর, মুম্বই থেকে থানের উদ্দেশে যাত্রা শুরু করে। গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ের তত্ত্বাবধানে এই ট্রেন ৩৪ কিলোমিটারের পথে যাত্রা করেছিল। সেই সময় এই যাত্রা শুধু পরিবহনের মাধ্যমই ছিল না, বরং একটি সামাজিক ও প্রযুক্তিগত বিপ্লবের সূচনা করেছিল। প্রায় ৪০০ যাত্রী নিয়ে শুরু হয়েছিল প্রথম প্যাসেঞ্জার ট্রেনের যাত্রা।
কত দাম ছিল প্রথম ট্রেনের টিকিটের?
সেই সময় ট্রেনের টিকিটের ভাড়া ছিল খুবই কম। ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য ভাড়া ছিল ৩০ পয়সা, সেকেন্ড ক্লাস যাত্রীদের জন্য ১৬ পয়সা,ইন্টারক্লাস যাত্রীদের জন্য ৯ পয়সা আর তৃতীয় শ্রেণীর জন্য মাত্র ৫ পয়সা। পরবর্তীতে ভাড়া কিছুটা সংশোধন করে দ্বিতীয় শ্রেণীর জন্য ১ টাকা এবং প্রথম শ্রেণীর জন্য ২ টাকা নির্ধারণ করা হয়। এই ভাড়া সাধারণ মানুষের কাছে রেলযাত্রাকে সহজলভ্য করে তুলেছিল।
আরও পড়ুনঃ লেডিস স্পেশালও থাকবে পুরুষদের জায়গা, বড় সিদ্ধান্ত নিল শিয়ালদহ ডিভিশন
প্রসঙ্গত, বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্ক হল ভারতীয় রেল। গতবছর বা ২০২৪ সালেই ২৩,০০০ কিমিরও বেশি রেলওয়ে ট্র্যাক আপগ্রেড করা হয়েছে। যার ফলে ট্রেনের গতি ঘণ্টায় ১৩০ কিমি পর্যন্ত হয়ে গিয়েছে। তাছাড়া বন্দে ভারত ট্রেনের মতো উচ্চগতির ট্রেন চালু হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ১৭টি নতুন বন্দে ভারত ট্রেন চালু করা হয়েছে, যা দেশের বিভিন্ন প্রান্তকে আরও কাছাকাছি এনে দিয়েছে।