১৬০ কিমি বেগে হাওড়া থেকে দিল্লি পৌঁছাবে বন্দে ভারত স্লিপার! দেখুন ভাড়া সহ টাইমটেবিল

Sleeper Vande Bharat Express

১৬০ কিমি বেগে হাওড়া থেকে দিল্লি পৌঁছাবে বন্দে ভারত স্লিপার! দেখুন ভাড়া সহ টাইমটেবিল

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ গতবছরই ভারতীয় রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল স্লিপার বন্দে ভারত চালু করা হবে। হাওড়া-দিল্লির ব্যস্ত রুটেই এই পরিষেবা চালু হবে বলে খবর মিলেছিল। আর এবার জানা যাচ্ছে সেই দিন আর বেশি দূরে নয়। খুব শীঘ্রই হাওড়া থেকে দিল্লি অবধি যাত্রার জন্য স্লিপার বন্দে ভারত বুকিং করতে পারবেন।

শীঘ্রই চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার

এমনিতে হাওড়া থেকে দিল্লির রুটে দুটি প্রিমিয়াম হাইস্পীড ট্রেন চলে। রাজধানী এক্সপ্রেস ও দুরন্ত এক্সপ্রেসের পর এবার তৃতীয় হিসাবে চালু হতে চলেছে বন্দে ভারত স্লিপার। আশা করা হচ্ছে চালু হওয়ার পর থেকেই যাত্রীদের অন্যতম পছন্দের ট্রেন হবে এটি। তাছাড়া এই রুটটি অত্যন্ত ব্যস্ত হওয়ার জেরে টিকিট পাওয়াটাও বেশ চাপের হয়ে যায়। সেক্ষেত্রে একটি ট্রেন বাড়লে টিকিট পেতেও অনেকটা সুবিধা হবে।

কত হবে হাওড়া-দিল্লি বন্দে ভারত স্লিপারের গতিবেগ?

যেমনটা জানা যাচ্ছে, মোট ১৪৪৯ কিমি যাত্রা পথ মাত্র ১৫ ঘন্টার মধ্যেই পেরোতে সক্ষম হবে এই ট্রেনটি। বন্দে ভারত স্লিপারের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৬০ কিমি প্রতিঘন্টা। ইতিমধ্যেই ট্রায়াল রানও সম্পন্ন হয়ে গিয়েছে। তাই আশা করা যাচ্ছে খুব শীঘ্রই যাত্রা শুরু করবে ট্রেনটি। আর সেক্ষেত্রে এটিই হবে হাওড়া থেকে দিল্লি পৌঁছানোর সবচেয়ে দ্রুত গতির ট্রেন।

কোথায় কোথায় হবে স্টপেজ?

এবার অনেকেই ভাবছেন হাওড়া ও দিল্লি যাওয়ার পথে কোথায় কোথায় থামবে ট্রেনটি? অফিসিয়ালি কনফার্ম না হলেও রেলের সূত্রে জানা যাচ্ছে, কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ জংশন, দিন দয়াল উপাধ্যায় জংশন, গয়া, ধানবাদ ও আসানসোল জংশনে স্টপেজ হতে পারে ট্রেনটির।

আরও পড়ুনঃ লেডিস স্পেশালও থাকবে পুরুষদের জায়গা, বড় সিদ্ধান্ত নিল শিয়ালদহ ডিভিশন

কত হবে হাওড়া-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া?

রুট থেকে স্টপেজ সবটাই হল এবার প্রশ্ন হল কত টাকা ভাড়া লাগবে দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেনে রাজধানী যাওয়ার জন্য? এর জন্য আগেই জেনে নিতে হবে ট্রেনটির কোচ সেটআপ। জানা যাচ্ছে ট্রেনটিতে ১১টি এসি থ্রি টায়ার, ৪টি এসি ২টায়ার ও ১টি এসি ফার্স্ট ক্লাস কোচ থাকবে। অর্থাৎ সব মিলিয়ে মোট ১৬ কোচের ট্রেন হতে চলেছে বন্দে ভারত স্লিপার।

এর থ্রি টায়ার কোচের জন্য ৩,০০০ টাকা ভাড়া দিতে হবে। যদি টু টায়ার এসি কোচে সফর করতে চান তাহলে ৪,০০০ টাকা ও ফার্স্ট ক্লাসে সফর করতে গেলে ৫,১০০ টাকা খরচ হবে। এছাড়া বিকেল ৫ টা নাগাদ নিউ দিল্লি থেকে যাত্রা শুরু করবে ও সকাল ৮ টা নাগাদ হাওড়া পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে হাওড়া থেকে বিকেল ৫ টা নাগাদ যাত্রা শুরু করে পরের দিন সকাল ৮ টায় নিউ দিল্লি পৌঁছাবে বলে জানা যাচ্ছে।

সঙ্গে থাকুন ➥