সপ্তাহের শুরুতেই বাঁধ ভাঙা বৃষ্টি, ভিজবে দক্ষিণবঙ্গের ৫ জেলা! আবার গরম বাড়বে কবে?

Monday Weather Update

সপ্তাহের শুরুতেই বাঁধ ভাঙা বৃষ্টি, ভিজবে দক্ষিণবঙ্গের ৫ জেলা! আবার গরম বাড়বে কবে?

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: এপ্রিলের শেষ সপ্তাহের কাছাকাছি আমরা৷ বৈশাখের খেল দেখাবে আবহাওয়া (Monday Weather Update)। সর্বোচ্চ তাপমাত্রার পারদ ক্রমেই বাড়ার কথা৷ যদিও এই মুহূর্তেই সেটি হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। লাগামছাড়া ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি হতে পারে সপ্তাহের শুরু থেকেই। যদিও এরই মাঝে আবার তাপমাত্রা বাড়ার পূর্বাভাসও জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তাহলে বৃষ্টির খবর কই? এখানেই তো সারপ্রাইজ। চলুন জেনে নিই আজ বাংলার আবহাওয়া কেমন থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

নতুন এই সপ্তাহে ওয়েদারের তারতম্য অন্য কথা বলবে। কখনও বৃষ্টি, কখনও ঝড়, দমকা বাতাসের ঘোর, সঙ্গে আবার তাপমাত্রার পারদও বাড়তে পারে। এরই মধ্যে আজকের কথা বললে, আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিনটির দিকে তাকাতে হবে। সেই অনুযায়ী, আজ সোমবার হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা, পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায় বৃষ্টিপাত হতে পারে। তবে, আগামী ৪ দিনের মধ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি অবধি বাড়তে পারে। যদিও আগামী ৩ দিন তাপমাত্রায় সেভাবে বদল হবে না।

কলকাতার আবহাওয়া

যদিও অতিরিক্ত গরমের কষ্ট ভুগবে কলকাতার মানুষ। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, একটু স্বস্তি দিয়ে জানিয়ে রাখি যে চলতি সপ্তাহে শহর কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে।

আরও পড়ুন: ভারতীয় রেলের জনক কে জানেন?

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতো উত্তরেও একই। আজ সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গের ৫ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। পাহাড় থেকে নামার পর, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে। আগামীকাল আবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হবে। তার উপর উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় সতর্কতা জারি করা হয়েছে। তবে, আগামী ৪ দিনের মধ্যে দিনের সর্বোচ্চ পারদ ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

সঙ্গে থাকুন ➥