৩ মাসের জন্য বন্ধের পথে ইএম বাইপাসের একাংশ, চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা!

EM Bypass Subway Construction Road might be closed partially for 3 months

৩ মাসের জন্য বন্ধের পথে ইএম বাইপাসের একাংশ, চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা!

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ কলকাতায় যারা প্রতিদিন যাতায়াত করেন তারা জানেন রাস্তাঘাটে কি পরিমাণ জ্যাম লাগে। তাই আলাদা করে বেশ কিছু নতুন সাবওয়ে তৈরির কাজ শুরু হয়েছে। আর এবার জানা যাচ্ছে ইএম বাইপাসের সাবওয়ে তৈরির জন্য প্রায় ৩ মাস অবধি বন্ধ রাখা হতে পারে একটি অংশ। স্বাভাবিকভাবেই এর ফলে যানচলাচলে প্রভাব পড়বে। ফলে যাত্রী দুর্ভোগ বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

তিনমাস বন্ধ ইএম বাইপাসের একাংশ

সূত্রমতে, ইতিমধ্যেই রাস্তার একাংশ বন্ধ রাখার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে অনুমতি চাওয়া হয়েছে কেএমডিএর তরফ থেকে। তবে এখনও কোনো উত্তর মেলেনি, আপাতত বিষয়টা আলোচনার স্তরে রয়েছে। তবে নির্মাণ শুরু হলে যে রাস্তা বন্ধের জেরে ব্যাপক যানজটের বা ঘুরপথে যাওয়ার জেরে ভোগান্তির সৃষ্টি হবে সেটা একপ্রকার নিশ্চিত।

ঠিক কোনখানে বন্ধ থাকবে রাস্তা?

যেমনটা জানা যাচ্ছে, সায়েন্স সিটি থেকে কিছুটা দূরে ইএম বাইপাসের সায়েন্স সিটির দিকে যাওয়া রাস্তায় বন্ধ করা হবে আংশিকভাবে। এর কারণ হল আম্বেদকর সেতুর কাছেই উত্তর পঞ্চান্নগ্রাম ক্রসিংয়ের কাছে একটি কালভার্ট রয়েছে। এই পরিতকটিকেই সাবওয়ে বানানো হবে। সার্ভিস লেন থেকে বাইপাস বরাবর ৪-৫ মিটার মত রাস্তা খোঁড়াখুঁড়ি হবে। তাই নির্মাণকার্যের জন্য রাস আংশিকভাবে বন্ধ করতে হবে।

যে কালভার্টটিকে সাবওয়ে বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা দিয়েই আগে সেচের জল পাঠানো হত। তবে সেটা বহুদিন ধরেই বন্ধ রয়েছে। তাই এবার পথচারীদের সুবিধার্থে এটাকেই সাবওয়েতে বদলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য এসআরএফটিআই এর কাছে আরও একটি কালভার্ট রয়েছে। সেটিকেও সাবওয়ে করার কাজ চলছে।

আরও পড়ুনঃ LPG গ্রাহকদের বাড়তে পারে চাপ! আর বাড়ি বাড়ি ডেলিভারি হবে না LPG গ্যাস

রাস্তা বন্ধ নিয়ে কি জানাচ্ছে কলকাতা পুলিশ?

কেএমডিএর তরফ থেকে তিন মাসের জন্য রাস্তা বন্ধের অনুমতি চাওয়া হয়েছে। তবে তিলজলা ট্রাফিক গার্ডের অধিকারীকে ৰমতা, চূড়ান্ত অনুমোদনের আগে সবটা বিবেচনার জন্য লালবাজারে পাঠানো হয়েছে। কারণ অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধের জন্য আবেদন করা হয়েছে আর সেটাও দীর্ঘ সময়ের জন্য। শুধু তাই নয়, গরম শেষে বর্ষা নামলে আরও বেশি সময় লাগতে পারে তাই সব দিক ভেবেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সাবওয়ে তৈরি হয়ে গেলে পথচারীদের যেমন সুবিধা হবে তেমন রাস্তায় দুর্ঘটনার সংখ্যাও কমবে বলে মত আধিকারিকদের।

সঙ্গে থাকুন ➥