শ্রী ভট্টাচার্য, কলকাতা: ২০২৪ সালে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার আবাস যোজনার (Awas Yojana) টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। কাদা ছোঁড়াছুড়ি চলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে। ১০০ দিনের টাকা না দেওয়ারও অভিযোগ ওঠে কেন্দ্রের বিরুদ্ধে। এখন সব অতীত। নিজের তহবিল কাজে লাগিয়েই এগিয়ে চলছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা চিন্তা করে আবাস যোজনার টাকা দেওয়ার সময় এগিয়ে আনার প্ল্যান চলছে এখন। আপনিও কি আবাস যোজনার টাকা পেয়েছেন বা পেতে পারেন? তাহলে বাংলার আবাস যোজনা প্রকল্প নিয়ে বিরাট খবর আপনার জন্যই।
সামনেই বিধানসভা ভোট। ২০২৬-এর ভোটের আগে মাস্টারস্ট্রোক করতে পারে সরকার। তাই ভোটের আগে অভাবী মানুষের কথা ভেবে বাংলার আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির টাকা সময়ের অনেক আগেই দেওয়া হতে পারে। জানা গিয়েছে, আবাসের সব উপভোক্তাকে আরও ১৬ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই টাকা আবার ঢুকতে পারে নির্ধারিত সময়ের আগেই। যত দ্রুত গ্রাহকদের টাকা পাঠানো যায় সেই নিয়ে জোরকদমে কাজ করছে প্রশাসন। প্রশাসনিক সূত্রে খবর, জুন মাসে প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা ছিল। কিন্তু এখন মে মাসের শেষের আগেই সেই টাকা ছেড়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: নিষ্ক্রিয় হবে লক্ষ লক্ষ রেশন কার্ড, নির্দেশিকা জারি খাদ্য দফতরের! নিশানায় কারা?
এদিকে ভালো কাজের আগে বাধা তো আসবেই। উত্তরবঙ্গে এই সময়টায় চাষের কাজে ব্যস্ত থাকেন উপভোক্তারা। তাই এখন সেখানে বাড়ি তৈরির গতি কিছুটা কমেছে। সম্প্রতি ইদ গেল। ইদের কারণেও কিছুদিন সেই কাজ হয়ত গতি পায়নি। সব মিলিয়ে এখনও ৩-৪ শতাংশ কাজ বাকি। সেগুলিও যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে যেতে হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলির পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে। সর্বোচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়ে গিয়েছে এরই মধ্যে।