হাত ভাঙায় দিয়েছিলেন বিসর্জন! ফাঁস দিঘার সমুদ্রে পাওয়া জগন্নাথ মূর্তির রহস্য

Digha Jagannath Sculpture

হাত ভাঙায় দিয়েছিলেন বিসর্জন! ফাঁস দিঘার সমুদ্রে পাওয়া জগন্নাথ মূর্তির রহস্য

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আর দুই সপ্তাহও বাকি নেই! ৩০ শে এপ্রিল দিঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সমুদ্র নগরীতে। এরই মাঝে গতকাল অর্থাৎ রবিবার বিকেলে দিঘার মাইতিঘাটে জগন্নাথদেবের একটি কাঠের মূর্তি (Digha Jagannath Sculpture) ভেসে আসে। এই ঘটনায় মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায়। সাথে রোটা থাকে নানান জল্পনা, অনেকেই এটাকে ঈশ্বরের সংকেত বলতেও শুরু করেন। তবে ২৪ ঘন্টা পেরোনোর আগেই প্রকাশ্যে এল ভেসে আসা জগন্নাথ মূর্তির রহস্য।

প্রকাশ্যে দিঘায় ভেসে আসা জগন্নাথ মূর্তির রহস্য!

যেমনটা জানা যাচ্ছে, দিঘার খালাল গোবরা গ্রামের বাসিন্দা কল্পনা জানার বাড়িতে এই মূর্তি পূজিত হচ্ছিল। সম্প্রতি মূর্তির একটি হাত ভেঙে যায়। তারপর পুরোহিতের পরামর্শে রবিবার সকালেই মূর্তিটি সমুদ্রে বিসর্জন দেওয়া হয়। কিন্তু ঢেউয়ের তোড়ে সেই মূর্তিই আবার উপকূলে ফিরে আসে।

কল্পনা জানান, “হাত ভাঙায় বিসর্জন দিয়েছিলাম। এখন নতুন মূর্তি তৈরি করছি।” এদিকে ভেসে আসা ভাঙা মূর্তিই নিজের বাড়িতে প্রতিষ্ঠা করেছেন ভোগিব্রাম্ভপুরের বাসিন্দা অবনী সামন্ত। তাঁর মতে, ইটা আমাদের কাছে বেশ বড় ঘটনা, স্থানীয়রা ফুল দিয়ে প্রদীপ জ্বেলে মূর্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এদিন ধুমধাম করে পুজো করা হয়, সাথে আগত ভক্তদের উদ্দেশ্যে প্রসাদও বিলি করা হয়।

শাসকদলের প্রতিক্রিয়া

দিঘায় ভেসে আসা মূর্তি নিয়ে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজেও পোস্ট করা হয়। জেলা পরিষদের সভাধিপতি তথা জগন্নাথ ধাম উদ্বোধন কমিটির দায়িত্বপ্রাপ্ত উত্তম বারিক জানান, ঘটনাটি গতকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তে দেখেছিলেন। এরপর থেকেই আসল রহস্য উন্মোচনের অপেক্ষায় ছিলেন তারা সকলেই। আর ২৪ ঘন্টার মধ্যেই সেটা হয়ে গেল।

আরও পড়ুনঃ নিষ্ক্রিয় হবে লক্ষ লক্ষ রেশন কার্ড, নির্দেশিকা জারি খাদ্য দফতরের! নিশানায় কারা?

প্রসঙ্গত, আগামী ২৯শে এপ্রিল দিঘায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে। এরপর ৩০ শে এপ্রিল দুপুর ২টো বেজে ৩০ মিনিটে দ্বারোদ্ঘাটন করা হবে বলে জানানো হয়েছে। এদিন লক্ষ লক্ষ মানুষ নতুন মন্দিরের উদ্বোধনের জন্য দিঘায় উপস্থিত হবেন বলে মনে করা হচ্ছে। তাছাড়া এটি আরও বেশি পর্যটকদের আকর্ষিত করবে বলে মত সকলেরই।

সঙ্গে থাকুন ➥