শ্রী ভট্টাচার্য, কলকাতা: এক মাসের মধ্যেই আরও বিস্তৃত হবে কলকাতার মেট্রো মানচিত্র (Kolkata Metro)। নোয়াপাড়া-বারাসত মেট্রো প্রকল্পের প্রায় অর্ধেকটাই খুলে যেতে চলেছে মে মাসে। এমনটাই জানিয়েছেন বিজেপি সাংসদ তথা কলকাতা মেট্রো যাত্রী পরামর্শদাতা কমিটি’র সদস্য শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, ওই পথে যাত্রী পরিবহণ শুরু হতে এক মাসও লাগবে না।
এয়ারপোর্ট হয়ে বারাসাত ছুটবে মেট্রো!
কলকাতার সবচেয়ে পুরনো মেট্রোপথ ‘ব্লু লাইনে’র সঙ্গে উত্তর চব্বিশ পরগনার বারাসতকে যুক্ত করবে ‘ইয়েলো লাইন’। আপাতত যদিও কলকাতা বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইনের যাত্রী পরিষেবা চালু হতে চলেছে। কারণ বারাসত পর্যন্ত মেট্রোপথ তৈরির কাজ এতটাও সহজ না। জমি অধিগ্রহণ-সহ একাধিক সমস্যা রয়েছে। সেই কাজ এখনও শুরু করা যায়নি। ওদিকে আবার নোয়াপাড়া থেকে মাইকেলনগর পর্যন্ত কাজ শুরু হয়ে গিয়েছে। আর জয়হিন্দ বিমানবন্দর পর্যন্তও কাজ শেষ।
আরও পড়ুন: টিকিট চেক করছিলেন টিটি, সিটিআইয়ের চোখ যেতেই অবাক কান্ড! কী ঘটল হাওড়া স্টেশনে
দমদম ক্যান্টনমেন্ট এবং যশোহর রোড স্টেশন মাটির উপরে তৈরি হয়েছে। জয়হিন্দ বিমানবন্দর, বিরাটি, মাইকেলনগর স্টেশন মাটির নীচেই। বিরাটি আর মাইকেলনগর স্টেশনের জন্য মাটির তলায় কাজ শুরু হয়েছে। শেষ হতে বাকি ঢের। এরপরেই আসল চাপ। মাইকেলনগরের পর থেকে যশোহর রোডের ধার দিয়ে মাটির তলা হয়ে মেট্রোলাইন এগোনো নিয়ে চলছে পরিকল্পনা।
সোমবার মেট্রোরেলের ইঞ্জিনিয়ার সহ অন্য কর্তাদের সঙ্গে নিয়ে শমীক জয়হিন্দ বিমানবন্দর স্টেশন ভিজিট করেন। সব ঠিক রয়েছে বলে নিশ্চিত করেন এদিন। সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইনে ট্রায়াল রান হয়ে গিয়েছে। এবার নিরাপত্তা কমিশনারের পরিদর্শন এবং ছাড়পত্র মেলা বাকি। সে কাজ হতে দেরি নেই। প্রসঙ্গত, এ প্রসঙ্গে রেল মন্ত্রকের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা না করা হলেও, শমীকের ঘোষণা আশা যোগাচ্ছে।