পার্থ সারথি মান্না, কলকাতাঃ আজ অর্থাৎ মঙ্গলবার আবারও একবার সুপ্রিম কোর্টে উঠেছিল ডিএ মামলা (DA Case)। দীর্ঘ দিন ধরেই কেন্দ্র সম পরিমাণ মহার্ঘ্য ভাতার দাবিতে মামলা করে শুনানির জন্য দিন গুনছেন রাজ্য সরকারের কর্মীরা। আজ সুপ্রিম কোর্টে কি তার শুনানি হল? না! এবারেও হল না, ৫১ নম্বরে থাকলেও সময়ই হল না। ফলে ফের একবার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি।
সুপ্রিম কোর্টে ডিএ মামলা
আজ ৫ নং কক্ষের বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বে থাকা বেঞ্চে ওঠার কথা ছিল মামলাটির। কিন্তু ৫১ নম্বরে নাম থাকায় শুনানির জন্য সময়ই হল না। ফলে এই নিয়ে মোট ১৩ বার পিছল ডিএ মামলার শুনানি। এর আগে ১ লা ডিসেম্বর ২০২৪ তারিখে শেষ শুনানি হয়েছিল। তার আগে ৩রা নভেম্বর জানানো হয়েছিল এই মামলায় বিস্তারিত শুনানির প্রয়োজন। তবে সেটা কতদিনে মিলবে এটাই এখন দেখার বিষয়। এই মুহূর্তে নতুন করে কোন শুনানির তারিখ জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে শীঘ্রই সেই সম্পর্কে জানা যাবে।
DA মামলায় রাজ্যের আইনজীবীর মত
এর আগের শুনানির দিনে রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টকে জানান, রাজ্য সরকারের কর্মীরা ইতিমধ্যেই ডিএ পাচ্ছেন। রাজ্যের নীতি অনুযায়ীই এতদিন DA পেয়েছেন তাঁরা। তবে এখন তাঁরা চাইছেন কেন্দ্রের সমান হারে ডিএ দেওয়া হক। কর্মীরা এমনটা দাবি করতে পারেন না। কেন? কারণ কেউ DA-কে মৌলিক অধিকার বলতে পারেন না। তাছাড়া কেন্দ্রের সমান হারে মহার্ঘ ভাতা প্রদান করতে হলে রাজ্যের কোষাগারী অতিরিক্ত ৪০,০০০ কোটি টাকার বোঝা চাপবে, সেটাও যথেষ্ট চিন্তার বিষয়।
আরও পড়ুনঃ মে মাসেই চালু হচ্ছে ‘ইয়েলো লাইন’! এয়ারপোর্ট হয়ে বারাসাত ছুটবে মেট্রো? হল বড় ঘোষণা
প্রসঙ্গত, ২০২২ সালের ২০মে রাজকীয় কেন্দ্রের সমান ডিএ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। তারপর ২০২২ সালের ২৮শে নভেম্বর তারিখে প্রথম সুপ্রিম কোর্টে ওঠে ডিএ মামলা। সেই থেকেই এখনও মামলা চলছেই। অবশ্য এর মাঝে ৪% DA বৃদ্ধির ঘোষণা করেছেন রাজ্য ফলে বর্তমানে ১৪% নয় বরং ১৮% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্য সরকারের কর্মীরা।