তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপ্রকল্পে নিয়ে নয়া শোরগোল, কবে থেকে চালু ট্রেন? জানুন আপডেট

Tarakeshwar-Bishnupur Rail Project

তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপ্রকল্পে নিয়ে নয়া শোরগোল, কবে থেকে চালু ট্রেন? জানুন আপডেট

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাংলার বিভিন্ন প্রান্তে রেলপথ সম্প্রসারণের কাজ চলছে। এর মধ্যে অন্যতম একটি হল তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপ্রকল্প (Tarakeshwar-Bishnupur Rail Project)। দীর্ঘদিন ধরেই এই রুটের জন্য দাবি জানানো হয়েছিল। ইতিমধ্যেই কাজ অনেকটা এগিয়েছে, খুব শীঘ্রই হয়তো হাওয়া থেকে ট্রেন ধরে সোজা তারকেশ্বর, কামারপুকুর, জয়রামবাটি ও বিষ্ণুপুর পৌঁছে যেতে পারবেন যাত্রীরা।

কতটা এগোলো তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপকল্প?

বাংলার ধার্মিক দিক থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলির মধ্যে যোগাযোগ আরও উন্নত করার জন্য এই প্রকল্প শুরু হয়। তবে ২০১৭ সাল থেকেই এই প্রকল্পের কাজ আটকে গিয়েছে, কারণ ভাবা দীঘিতে স্থানীয় লোকেদের বিরোধ শুরু হয়। যার ফলে মোট ৮২.৫ কিমি রেলপথের ৭২.০৭ কিমি কাজ শেষ হলেও বাকি অংশের কাজ আটকে রয়েছে।

ইতিমধ্যেই বিষ্ণুপুর থেকে জয়রামবাটি অবধি লোকাল ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। এবার জানাযাচ্ছে , কামারপুকুর স্টেশন ও নিকটবর্তী ট্র্যাক থেকে শুরু করে আলো-জলের লাইন ইত্যাদির কাজ চলছে। আশা করা হচ্ছে এবছরের মধ্যেই বাকি ১০.৪৩ কিমি লাইন চালু করা যাবে। এদিকে এসবের মাঝেই নতুন দাবি ‘কামারপুকুর রেলচাই পক্ষের’।

নয়া দাবি ‘কামারপুকুর রেলচাই পক্ষের’

হাইকোর্টের নির্দেশ মেনে তারকেশ্বর-বিষ্ণুপুর লাইনের কাজ দ্রুত শেষ করার জন্য উদ্যোগী কামারপুকুর রেল চাই পক্ষ। সেই কারণে দ্রুত বৈঠকের দাবি তোলা হচ্ছে। গতকাল অর্থাৎ সোমবারেই কিছু প্রতিনিধিরা গোঘাট-২ বিডিওর কাছে গিয়েছিল সেখানে গণস্বাক্ষর করে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত! চাই দুর্গাপুর-হাওড়া লোকাল, দাবি যাত্রীদের

এদিন কামারপুকুর রেলচাই পক্ষের রাকেশ মালিক ও মানস মল্লিক জানান, দেড় মাস আগেই হ হাইকোর্টের তরফ থেকে একটি পর্যবেক্ষণ দেওয়া হয়। কাজের জটিলতা মেটানোর জন্য রাজ্য ও রেলের বৈঠকের করে তিন মাসের মধ্যে কাজ শেষের নির্দেশ দেওয়া হয়। এদিন সময় থাকতে সেই বৈঠকের আয়োজন করে কাজ শুরুর জন্যই দাবি জানানো হয়।

সঙ্গে থাকুন ➥