পুরো ৩ দিন বন্ধ থাকবে কলকাতা মেট্রো! কবে? কী কারণ?

Green Line Metro

পুরো ৩ দিন বন্ধ থাকবে কলকাতা মেট্রো! কবে? কী কারণ?

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ, নিত্য মেট্রো যাত্রীদের জন্য দুঃসংবাদ। এবার যাত্রীদের কথা মাথায় রেখেও উল্টো পদক্ষেপ নিল কলকাতা মেট্রো। অনেকদিন গ্রিন লাইনে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা (Green Line Metro)। সাধারণ মানুষের চিন্তা বাড়িয়ে ঘোষণা করে দিল কলকাতা মেট্রো। কিন্তু এই গরমে কেন হঠাৎ এমন নির্দেশিকা জারি করা হল? কবে বন্ধ থাকবে মেট্রো?

কবে বন্ধ থাকবে গ্রীন লাইন পরিষেবা?

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চলবে না মেট্রো। এই রুটের গ্রিন লাইন মেট্রো পরিষেবা আগামী ২৬ এপ্রিল, শনিবার থেকে শুরু করে ২৮ এপ্রিল, সোমবার পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে। জানা যাচ্ছে ৩ দিন ধরে শিয়ালদা মেট্রো স্টেশন থেকে পূর্ব রেলের শিয়ালদা স্টেশন পর্যন্ত বন্ধ থাকবে সাবওয়ে পরিষেবাও। এই ৩ দিন যাত্রী ভোগান্তি একেবারেই নিশ্চিত।

কেন বন্ধ থাকবে মেট্রো?

জানা গিয়েছে, গ্রিন লাইনের জন্য অত্যাধুনিক কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম চালু করতে চলেছে মেট্রো কর্পোরেশন। তারই কাজ চালানো হবে এই ৩ দিন। আর এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে মেট্রো পরিষেবা এখন থেকে হবে আরও সুরক্ষিত। এই কারণেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদাতে ট্রায়াল চলবে ৩ দিন। যাত্রীদের কথা মাথায় রেখেই এমন পরিকল্পনা। কয়েকদিনের ভোগান্তি হলেও ভবিষ্যৎ এর উজ্জ্বল।

আরও পড়ুন: এক পয়সাও না দিয়ে ঘরে বসেই আয় করুন মোটা টাকা! রইল ৭ সহজ ‘সৎ’ উপায়

ক্রিকেটপ্রেমীরা চিন্তায়

২৬ এপ্রিল শনিবার কলকাতা নাইট রাইডার্সের খেলা রয়েছে ইডেনে। তবুও চালানো হবে না স্পেশাল ট্রেন। গ্রিন লাইনে আইপিএল ম্যাচের পর কোনরকম স্পেশাল মেট্রো চালানো হচ্ছে না বলেই জানা গিয়েছে।

যাত্রীদের জন্য কিছুটা স্বস্তি!

গ্রিন লাইনে না হলেও, ব্লু লাইনে যথারীতি আইপিএল ম্যাচের পর সেই রাতে স্পেশাল মেট্রো পরিষেবা পাওয়া যাবে। আর ৩ দিন ধরে মেট্রো পরিষেবা বন্ধ থাকলেও, এখন আপনার চিন্তার কোনও কারণ নেই। গ্রিন লাইন বন্ধ হলেও দমদম থেকে নিউ গড়িয়া ব্লু লাইন মেট্রো বন্ধ থাকছে না। এখানে নিয়মিত যাত্রী চলাচল বজায় থাকবে। ২৮ এপ্রিল, সোমবার থেকে স্বাভাবিক হয়ে যাবে পার্পল এবং অরেঞ্জ লাইনও।

সঙ্গে থাকুন ➥