শ্রী ভট্টাচার্য, কলকাতা: বিপুল নিয়োগ করতে চলেছে রাজ্য। ইতিমধ্যেই নিয়োগের ছাড়পত্র নিয়েছে মমতা সরকারের মন্ত্রিসভা (WB Recruitment 2025)। জানা গিয়েছে, মোট ১১৪টি পদে নিয়োগ করা হবে। আসলে খুব শীঘ্রই দিঘাতে জগন্নাথধাম মন্দির নির্মাণ প্রচুর ভক্তদের আকর্ষণ করছে। একে একে সকলে পৌঁছে যাচ্ছেন দিঘায়। বেড়েছে যানজট, ভিড়ও। তাই এবার যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য বুধবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, উদ্বোধন হয়নি এখনও। তার আগে থেকেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে সৈকত শহর দিঘার জগন্নাথ মন্দিরের টানে উপচে পড়ছে আকুল ভক্তদের ভিড়। সমুদ্র সৌন্দর্যের জন্য বিখ্যাত দিঘাকে সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চায় রাজ্য। তার জন্য উঠে পড়ে নানান পরিকল্পনা করা হচ্ছে এমনিতেও। আর আগামী ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন। এরপর সাধারণের জন্য জগন্নাথ মন্দির খুলে দিলে আরও বাড়বে ভিড়। সেই কথা মাথায় রেখেই সিভিক ভলান্টিয়ার নিয়োগের ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা।
আরও পড়ুন: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশন, এবার ৫৬.৫ কোটি সহ মোট ৬০৯ কোটি বাজেয়াপ্ত ED-র
কোন কোন পদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে (WB Recruitment 2025)?
নিম্নলিখিত পদগুলিতে খুব দ্রুত নিয়োগ করা হবে বলেই সূত্র মারফত জানা গিয়েছে।
- জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের দিঘায় জগন্নাথধাম মন্দির প্রাঙ্গণের আশেপাশে যানবাহন আর ভিড় নিয়ন্ত্রণের জন্য ১০০ জন সিভিক ভলান্টিয়ার নিয়োগ করার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে।
- হুগলির সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারের বিশেষ ক্যাডারের অধীনে ১২ জন অতিরিক্ত প্যারামেডিক্যাল পদে নিয়োগ করার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। এই অতিরক্ত পদে নিয়োগ করা হলে রাজ্যের সাধারণ মানুষ আরও ভালো চিকিৎসা পরিষেবা পাবে বলে আশা রয়েছে।
- এছাড়াও রাজ্য আইনি সেবা সদস্যদের থেকে পশ্চিমবঙ্গ ট্রান্সপোর্ট বিভাগের জন্য ২ আইনি আধিকারিক পদে নিয়োগ করার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে।