পার্থ সারথি মান্না, কলকাতাঃ সঞ্চয়ের কথা উঠলে বাবা কাকা থেকে শুরু করে যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের মুখে সবার আগে শোনা যায় ব্যাঙ্ক ও পোস্ট অফিসের কথা। ব্যাঙ্কিং পরিষেবার পাশাপাশি এই আর্থিক প্রতিষ্ঠানগুলিতে একাধিক সঞ্চয়েই প্রকল্পের অফার দেওয়া হয়। আজ আপনাদের এমনই একটি পোস্ট অফিসের স্কিম সম্পর্কে জানাবো যার দ্বারা আপনি মাস ৯,০০০ টাকা অবধি আয় করতে পারবেন। তাই প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
পোস্ট অফিসের স্কিমে প্রতিমাসে মিলবে ৯,০০০ টাকা
অনেকেই ব্যাঙ্কের বদলে পোস্ট অফিসে টাকা রাখতে বেশি পছন্দ করেন কিছুটা সুদ বেশি পাওয়া যায় বলে। তবে শুধুই ফিক্সড ডিপোজিট নয়, এমন কিছু প্রকল্প রয়েছে যেখানে টাকা রাখলে প্রতিমাসে ৯,০০০ টাকা আয় করা যেতেই পারে। ১৮ বছর বয়স হলেই যে কেউ এই স্কিমে টাকা রাখতে পারবেন। ভাবছেন কোন স্কিমের কথা বলছি? চলুন জেনে নেওয়া যাক।
মান্থলি ইনকাম স্কিম | Post Office MIS Scheme
আপনি যদি পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে টাকা রাখেন তাহলেই প্রতিমাসে নিশ্চিত টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে এককালীন একটা মোটা টাকা জমা করে দিলেই হবে। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট করতে চান তাহলে সর্বোচ্চ ৯ লক্ষ ও যদি জয়েন্ট অ্যাকাউন্ট করেন তাহলে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা রাখতে পারবেন। এমনকি চাইলে মাত্র ১৫০০ টাকা দিয়েও শুরু করতে পারেন।
মাসিক আয়ের হিসেবে
অনেকেই হয়তো ভাবছেন কত টাকা রাখলে ৯,০০০ টাকা পাওয়া যাবে। এর উত্তরটা উদাহরণের মাধ্যমেই দেখে নিন। যদি আপনি এককালীন ৫ লক্ষ টাকা মান্থলি ইনকাম স্কিমে জমা করেন তাহলে প্রতিমাসে ৩,০৮৩ টাকা পাবেন। আর যদি সিঙ্গেল হোল্ডার হাসিয়াবে সর্বোচ্চ টাকা অর্থাৎ ৯ লক্ষ টাকা জমা করেন তাহলে প্রতিমাসে ৫,৫৫০ টাকা পাওয়া যাবে।
তবে যদি ৯,০০০ টাকা পেতে চান তাহলে জয়েন্ট অ্যাকাউন্ট বানিয়ে তাতে ১৫ লক্ষ টাকা এমআইএস করতে হবে। তাহলে প্রতিমাসে ৯,৩২০ টাকা পাওয়া যাবে। এক্ষেত্রে বলে রাখা ভালো আপনার আসল টাকা একই থাকবে, তার উপর পাওনা সুদের থেকেই প্রতিমাসে টাকা দেওয়া হবে। তাই আপনি যদি বিনিয়োগ ও প্রতিমাসে গ্যারেন্টীড ইনকাম পেতে চান এই স্কিমটি একবার করে দেখতেই পারেন।