ধেয়ে আসছে কালবৈশাখী, দক্ষিণের ৪ জেলায় উত্তাল বৃষ্টি, পূর্বাভাস দিল হাওয়া অফিস

Weather Update

ধেয়ে আসছে কালবৈশাখী, দক্ষিণের ৪ জেলায় উত্তাল বৃষ্টি, পূর্বাভাস দিল হাওয়া অফিস

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: ভোর হলেই ঘাম। একটু রোদে বেরোলেই টলমল শরীর। এপ্রিলের গরমে হাঁসফাঁস করছে মানুষ। এমন সময় স্বস্তির খবর দিল হাওয়া অফিস (Weather Update)। কালবৈশাখীর সঙ্গে দেখা মিলতে পারে বৃষ্টিরও। আজ শনিবার থেকে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। টানা বৃষ্টি হবে। এর জন্য এবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি কমতে পারে। আজকের আবহাওয়া কেমন থাকবে, জানেন?

দক্ষিণবঙ্গের আবহাওয়া

মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, নদীয়ায় আজ তাপপ্রবাহের সম্ভাবনা প্রবল। ৪০-৫০ কিমি বেগে কালবৈশাখীর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় ব্যাপক বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতেও বৃষ্টির আশা রাখতে পারেন।

আরও পড়ুন: বর্ষা আসার আগেই পাতে পড়বে রুপালি শস্য, সস্তায় ইলিশ পেতেই হামলে পড়ল বাঙালি, কোথায় জানেন?

কলকাতার আবহাওয়া

দুর্যোগের পালা শুরু। আবহাওয়ায় পূর্বাভাস বলছে যে ঝড়-বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতে। শনি ও রবি জুড়ে স্বস্তির বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। আর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার ঝড়-বৃষ্টির জেরে শহরের বাসিন্দারাও অসহনীয় গরমের হাত থেকে মুক্তি পাবেন। আর আজ তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস। এর আশেপাশে ঘোরাঘুরি করবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ উত্তরবঙ্গের মালদা জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৫০ কিমি বেগে কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে, সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যাবে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি হবে। ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

সঙ্গে থাকুন ➥