আগামী একমাস বন্ধ মা উড়ালপুল, কবে অবধি? জানুন তারিখ সহ বিকল্প পথ

Maa Flyover will Closed for one month

আগামী একমাস বন্ধ মা উড়ালপুল, কবে অবধি? জানুন তারিখ সহ বিকল্প পথ

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ কলকাতার অন্যতম ব্যস্ত মা উড়ালপুল। প্রতিদিন হাজার হাজার গড়ি এই ব্রিজ ব্যবহার করে যাতায়াতের জন্য। কোনো কারণে যদি এটি বন্ধ থাকে তাহলে বেশ সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। তবে এবার জানা হচ্ছে প্রায় একমাসের জন্য বন্ধ থাকবে ব্রিজটি। না না একটানা নয় বরং প্রতিদিন রাতের বেলা যান চলাচল বন্ধ রাখা হবে। কবে থেকে কবে বন্ধ থাকবে? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

একমাস বন্ধ মা উড়ালপুল | Kolkata Maa Flyover Closed for a Month

যেমনটা জানা যাচ্ছে, আগামী ২৮ এপ্রিল থেকে ২৭ মে পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত সাইন্স সিটি থেকে পিটিএস অবধি অংশ বন্ধ রাখা হবে। মূলত রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে যারা রাতে মা উড়ালপুল ব্যবহার করতেন তারা কোন পথ ব্যবহার করবেন? ইতিমধ্যেই সেই রুটও জানানো হয়েছে।

বিকল্প পথে কি?

ফ্লাইওভার বন্ধ থাকাকালীন ইএম বাইপাস থেকে শহরমুখী যানবাহনগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। পরমা আইল্যান্ড, পিসি কানেক্টর, ৪ নম্বর ব্রিজ, নিউ পার্কস্ট্রিট, আমির আলি অ্যাভিনিউ হয়ে এজেসি ফ্লাইওভার দিয়ে যানচলাচলের চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। এই বিকল্প পথে যাতায়াতের জন্য তুলনামূলকভাবে সময় বেশি লাগলেও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।

প্রশাসন ও স্থানীয় লোকেদের বক্তব্য

প্রশাসনের তরফে জানানো হয়েছে, দিনের বেলা যান চলাচল স্বাভাবিক থাকবে। তবে রাত হলে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। আশা করা হচ্ছে মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই কাজ শেষ করে সম্পূর্ণ খুলে দেওয়া যাবে মা উড়ালপুল। এছাড়া রাতের সময় যদি অ্যাম্বুলেন্স যাতায়াতের জন্য বিশেষ লেনের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুনঃ প্রতিমাসে মিলবে মোটা টাকা, চাকরিহারা গ্রুপি সি ও ডি কর্মীদের উদ্দেশ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, বিগত কয়েক মাসে মা উড়ালপুলে একাধিক দুর্ঘটনার খবর মিলেছে। এছাড়া ২০২৫ এর জানুয়ারি মাসে রাত্রি ১০টার পর বাইক চলাচল নিষদ্ধ ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে মুখ্যমন্ত্রী আপত্তি জানালে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

সঙ্গে থাকুন ➥