পার্থ সারথি মান্না, কলকাতাঃ পাঁচ লক্ষাধিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান ঘটিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রতিবারের মত এবারেও মাধ্যমিকের ফল প্রকাশের এক সপ্তাহের মধ্যেই আসবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। কত তারিখে? আর কিভাবে রেজাল্ট দেখা যাবে অনলাইনে? বিস্তারিত জানার জন্য প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
উচ্চ মাধ্যমিকের ফলাফল ২০২৫ | HS Result 2025 Date Announced by WBCHSE
ইতিমধ্যেই মাধ্যমিকের ফলাফল প্রকাশের দিনক্ষণ জানানো হয়েছে। আগামী ২রা মে দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট। তাই দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মনের মধ্যেও উৎকণ্ঠা বাড়ছিল কবে রেজাল্ট বেরোবে। এবার সেই প্রশ্নের জবাব দিয়ে নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আজ অর্থাৎ সোমবার কাউন্সিলের ওয়েবসাই একটি নোটিশ জারি করা হয়েছে। নোটিশ অনুযায়ী আগামী ৭ই মে ১২টা বেজে ৩০ মিনিটে প্রেস কনফারেন্সের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে। এরপর দুপুর ২টো থেকে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের ফলাফল দেখতে পাবে।
অনলাইনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার পদ্ধতি
যদি অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে চান তাহলে নিচে দেওয়া পদ্ধতি ফলো করতে হবে,
- প্রথমে মোবাইলে বা ল্যাপটপে যে কোনো একটি ব্রাউজার খুলে নিতে হবে। এরপর তাতে কাউন্সিলের জারি করা নির্দেশে থাকা যে কোনো একটি ওয়েবসাইট সার্চ করে নিতে হবে।
- এরপর ওয়েবসাইটে প্রবেশ করার পর পরীক্ষার্থীর উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে রেজাল্ট সার্চ বাটনে ক্লিক করতে হবে।
- এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই রোল নাম্বারের ভিত্তিতে রেজাল্ট চলে আসবে। এই স্ক্রিনটা স্ক্রীনশন মেরে নেওয়া যেতে পারে বা সেভ করে নেওয়াও যাবে।
রেজাল্ট প্রকাশ্যে পরের দিন অর্থাৎ ৮ই মে সকাল ১০টা থেকে নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে মার্কশিট নিয়ে নিতে পারবে পড়ুয়ারা।
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার ওয়েবসাইট ও অ্যাপ লিস্ট
৭ই মে যে সমস্ত ওয়েবসাইটে ও অ্যাপে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে সেগুলি হল,
- https://resuh.wb.gov.in
- htps://results.digilocker.gov.in/
- www.indiaresults.com
- hftps://timesofindia.indiatimes.com
- https://bangla.hindustantimes.com
- https://indianexpress.com
- www.jagranosh.com
- www.ndtv.com
- www.results.shiksha
- wb12.abplive.com
- fastresult.in
- indiatoday.in/education-today/results
- aajkal.in
- sangbadpratidin.in
- tv9bangla.com
- iResylt.net/wbchse-app
আরও পড়ুনঃ একাই ৪০ জনের প্রাণ বাঁচান ভারতীয় জওয়ান, জঙ্গিদের হাত থেকে যেভাবে ছিনিয়ে নেন পর্যটকদের
এছাড়া বেশ কিছু অ্যাপের মাধ্যমেও রেজাল্ট দেখা যেতে পারে। সেগুলি হল,
- Jagran Josh
- WBCHSE Results
- FastResult
- TV9 News App
- iResults – India Board Results
উপরে দেওয়া ওয়েবসাইট ও অ্যাপগুলির মাধ্যমে ও অ্যাপের মাধ্যমে সঠিক রোল নাম্বার ও জন্মতারিখ দিলেই রেজাল্ট দেখে নেওয়া যাবে।