শ্রী ভট্টাচার্য, কলকাতা: সময়ের দাম আছে। তাই ভারতীয় রেলও সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে মনে হচ্ছে। অমৃত ভারত (Amrit Bharat Train) ছুটবে এবার। হাওড়া থেকে মুম্বাই নিয়ে যাবে যাত্রীদের। সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ কিমি। রীতিমত কম খরচে সাধারণ এক্সপ্রেস ট্রেনের তুলনায় সেরা অভিজ্ঞতা অর্জন করবেন যাত্রীরা। সাধারণ মানুষ থেকে নিম্ন মধ্যবিত্ত সবাই পাবেন সুবিধা।
নতুন অমৃত ভারত ট্রেন সম্পর্কে বিস্তারিত
এই এক্সপ্রেস ট্রেনটির ২৩ টি হল্ট রয়েছে। হাওড়া, খড়গপুর, টাটানগর, চক্রধরপুর, রাউরকেল্লা, ঝাড়সুগুড়া, রায়গড়, বিলাসপুর, রায়পুর, দুর্গ, রাজনন্দগাঁও, গণ্ডিয়া, ভান্ডারা রোড, নাগপুর, ওয়ার্ধা জংশন, বাদনেড়া, আকোলা, শেগাঁও, মালকাপুর, ভুসাবল, জলগাঁও, নাসিক রোড, কল্যাণ এবং দাদর সেন্ট্রাল হল্ট হিসাবে কাজ করবে। হাওড়া থেকে যাত্রা শুরু করে নাগপুর, ওয়ার্ধা জংশন হয়ে পৌঁছোবে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসে পৌঁছাবে অমৃত ভারত। মোট ১৯৬৮ কিলোমিটার পথ পেড়োবে মাত্র ৩১ ঘণ্টায়।
টিকিটের দাম হবে এত কম!
নিশ্চিত করে টিকিটের দাম বলতে না পারলেও, এটা বলা যায় যে এই ট্রেনে থাকবে স্লিপার এবং জেনারেল ক্লাসের কোচ থাকবে। হাওড়া থেকে মুম্বাই পর্যন্ত স্লিপার ক্লাসে ভ্রমণের খরচ পড়বে মাত্র ৮০০ টাকা। তাহলে জেনারেল কোচের ভাড়াও বেশ কম হবে বলেই আশা করা যায়।
আরও পড়ুন: নাম উঠেছে গিনেস বুকেও, বিশ্বের সেরা এই প্ল্যাটফর্ম রয়েছে ভারতেই! যাবেন?
এক নজরে দেখে নিন পুরো সময়সূচি
সূত্রের খবর অনুযায়ী,
- হাওড়া থেকে প্রতি সপ্তাহে দুইদিন করে ছাড়বে এই অমৃত ভারত এক্সপ্রেস।
- হাওড়া থেকে সকাল ৬ টায় ট্রেনটি ছেড়ে যাবে। পরদিন দুপুর ১ টায় মুম্বাইয়ে পৌঁছোবে।
- মুম্বাই থেকে হাওড়ার ট্রেনটি বিকাল ৪ টায় ছাড়বে। পরদিন রাত ১১ টায় হাওড়ায় পৌঁছোবে।
তাহলে, আপনি মুম্বাই ভ্রমণের জন্য এবং মুম্বাই থেকে হাওড়ার ট্রেনে চড়ে ফেরার জন্য প্রস্তুত তো!