এক ধাক্কায় তিনগুণ হবে পেনশন! বড় ঘোষণার পথে EPFO, অপেক্ষায় লক্ষ লক্ষ কর্মীরা

EPFO Pension Hike can be raised to Rs 3000

এক ধাক্কায় তিনগুণ হবে পেনশন! বড় ঘোষণার পথে EPFO, অপেক্ষায় লক্ষ লক্ষ কর্মীরা

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ভারতের লক্ষ লক্ষ বেসরকারি চাকরিজীবীর জন্য এল বড় খবর। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা (EPFO) পরিচালিত কর্মচারী পেনশন স্কিম (EPS)-এর অধীনে ন্যূনতম মাসিক পেনশন একধাক্কায় তিনগুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে যেখানে ন্যূনতম পেনশন ১,০০০ টাকা পাওয়া যায়, সেটাই বাড়িয়ে ৩,০০০ টাকা করার পরিকল্পনা চলছে।

বাড়ছে পেনশনের টাকার পরিমাণ?

দীর্ঘদিন ধরেই পেনশনভোগীরা তাদের মাসিক পেনশন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। বর্তমান বাজারদরের তুলনায় ১,০০০ টাকার পেনশন জীবনযাপনের জন্য কিছুই নয় বলে অভিযোগ। তাই কেন্দ্রীয় সরকার এবার ন্যূনতম পেনশন ৩,০০০ টাকা করার চিন্তাভাবনা করছে। এই সিদ্ধান্ত আগামী কয়েক মাসের মধ্যেই কার্যকর হতে পারে।

নূন্যতম পেনশন বাড়ানোর দাবি অবসরপ্রাপ্ত কর্মীদের

অন্যদিকে, EPS-৯৫ পেনশনভোগীরা আরও বেশি অর্থাৎ ৭,৫০০ থেকে ৯,০০০ টাকা ন্যূনতম পেনশনের দাবি করেছেন। যদিও সরকার আপাতত ৩,০০০ টাকাই বিবেচনা করছে। বর্তমানে প্রায় ৭৮.৫ লক্ষ পেনশনভোগী EPS-এর আওতায় রয়েছেন, যার মধ্যে ৩৬.৬ লক্ষ মানুষ ন্যূনতম ১,০০০ টাকা পেনশন পান। তাই নয়া হিসাবে পেনশন চালু হলে তারা সবচেয়ে বেশি উপকৃত হবেন।

কীভাবে হিসাব হয় পেনশনের টাকার?

হিসেবে অনুযায়ী কর্মচারী ও নিয়োগকর্তা, দু’জনের বেতনের নির্দিষ্ট অংশ PF-এ জমা হয়। এরপর নিয়োগকর্তার মোট ১২% অবদানের মধ্যে ৮.৩৩% EPS-এ যায়। আর কর্মচারীর PF-এও ১২% কেটে নেওয়া হয়। ১০ বছর ধরে PF-এ টাকা জমা থাকলে এবং ৫৮ বছর বয়সে অবসর নিলে পেনশনের জন্য যোগ্য হন। পেনশনযোগ্য বেতনের সর্বোচ্চ সীমা ১৫,০০০ টাকা। অর্থাৎ, মাসে EPS-এ সর্বোচ্চ ১,২৫০ টাকা জমা হতে পারে। উদাহরণস্বরূপ, কেউ যদি ৩৫ বছর চাকরি করেন, তাহলে তার মাসিক পেনশন হতে পারে প্রায় ৭,৫০০ টাকা।

আরও পড়ুনঃ পুর কর্মীদের জন্য দারুণ খবর! বাড়ল বেতন সাথে মিলবে বকেয়াও, বড় ঘোষণা কলকাতা পুরসভার

প্রসঙ্গত, ২০২৩-২৪ সালে ইপিএসের আওতায় থাকা পেনশনভোগীদের জন্য ১,২২৩ কোটি টাকা খরচ হেয়ছিল যেটা ২০২২-২৩ সালের তুলনায় ২৬ % বেশি। এবার নূন্যতম পেনশন ৩ গুণ করা হলে সেই খরচ বেড়ে তিনগুণ হবে যেটা আদতে সরকারের কোষাগারের উপর অতিরিক্ত চাপ আনবে।

সঙ্গে থাকুন ➥