পার্থ সারথি মান্না, কলকাতাঃ বেশ কিছুদিন ধরেই জনগণনার কাজ শুরু হওয়া নিয়ে জল্পনা চলছিল। নয়া মাসের শুরুতেই এল বড় ঘোষণা। গতকাল অর্থাৎ বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ঘোষণায় রীতিমত হইচই শুরু হয়েছে। জনসংখ্যার গণনার সাথেই জানা হবে জাতি ভিত্তিক গণনা (India Caste Census)। কবে থেকে চালু হচ্ছে পক্রিয়া? আর কিভাবে? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
জনগণনায় থাকবে জাতিভিত্তিক গণনাও, বড় ঘোষণা কেন্দ্রের
হ্যাঁ একেবারে ঠিক দেখছেন, এবার জনগণনার সময় জাতি সম্পর্কেও জানতে চাওয়া হবে। শেষবার ২০১১ সালে জনগণনা হয়েছিল। হিসেবে অনুযায়ী ১০ বছরে একবার জনসুমারি হওয়ার কথা থাকলেও ২০২১ সালের জানুয়ারি মাস থেকে সেটা বাকিই রয়ে গিয়েছে। তাই আর দেরি না করে দ্রুত কাজ শুরু করতে চাইছে সরকার। আশা করা হচ্ছে আসন্ন ২০২৬ এর মধ্যেই জনগণনার কাজ সম্পন্ন হবে।
জনগণনায় কত খরচ হবে সরকারের?
যেমনটা জানা যাচ্ছে, ২০১৯ সালে প্রথম জনগণনার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় এই কাজের জন্য মোট ৮,৭৫৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এছাড়া ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আপডেট করার জন্য অতিরিক্ত ৩,৯৪১.৩৫ কোটি টাকা অর্থাৎ সব মিলিয়ে প্রায় ১২,৬৯৫ কোটি টাকা খরচ হবে ধার্য করা হয়েছিল। কিন্তু ২০২০-তে করোনা মহামারির কারণে সব ভেস্তে যায়।
এরপর ২০২৪-২৫ সালে জনগণনার কাজের জন্য কেন্দ্রের তরফ থেকে ১,৩০৯ টাকা বরাদ্দ ঘোষণা করা হয়। কিন্তু এবার জানা যাচ্ছে ২০২৫-২৬ অর্থবর্ষে সেটা অর্ধেকেরও কম করে দেওয়া হয়েছে। আপাতত ৫৭৪ কোটি বরাদ্দ রয়েছে জনসুমারির কাজের জন্য। তবে কাজ শুরু হলে প্রয়োজন অনুযায়ী অর্থ দেওয়া হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে।
আরও পড়ুনঃ বন্ধ হবে বিনামূল্যে রেশন ব্যবস্থা? রাজ্যগুলিকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট
জনগণনায় কি কি প্রশ্ন করা হবে?
জনগণনার কথা শুনতেই অনেকের মনেই প্রশ্ন উঠতে শুরু করেছে কি কি জিজ্ঞাসা করা হবে? এখনই এই প্রশ্নের সঠিক উত্তর না জানা গেলেও, শেষবারের প্রশ্ন এবারেও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রমতে ২০২১ সালে জনসুমারির কাজ শুরুর সময় মোট ৩১টি প্রশ্ন বানানো হয়েছিল, তবে সেক্ষেত্রে জাতির জন্য আলাদা করে কোনো উল্লেখ ছিল না। তাই এবার মনে করা হচ্ছে জাতি সম্পর্কে জানার জন্য এক বা একাধিক প্রশ্ন যুক্ত হতে পারে।