পার্থ সারথি মান্না, কলকাতাঃ পশ্চিমবঙ্গের যাত্রীদের জন্য সুখবর। ভারতীয় রেলের তরফ থেকে এবার শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ার রুটে চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। সাধারণ এক্সপ্রেস ট্রেন যেখানে প্রায় অর্ধেক দিন সময় লাগিয়ে ফেলে সেখানে এই ট্রেনটি বেশ কয়েক ঘন্টা কম সময়ে পৌঁছে দেবে গন্তব্যে। কটা থেকে ছাড়বে ট্রেন? স্টপেজ ও ভাড়াই বা হবে কত? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
শিয়ালদহ-আলিপুরদুয়ার রুটে চালু বন্দে ভারত
নতুন এই রুটে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। যেমনটা জানা যাচ্ছে, মোট ৭১৬ কিমির পথ যেতে এতদিন যেখানে ১২ থেকে ১৪ ঘন্টা সময় লাগত সেখানে মাত্র ১০ ঘন্টার মধ্যেই উত্তরবঙ্গ পৌঁছে দেবে এই ট্রেনটি। তাই ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কিছুটা সময় বাঁচানো যাবে। তাছাড়া এই ট্রেনটির স্টপেজ থাকছে নবদ্বীপে ফলে নদীয়া, মুর্শিদাবাদ ও মালদার যাত্রীদের জন্য অনেকটাই সুবিধা হবে। কোন কোন স্টেশনে থামবে ট্রেনটি? চলুন জেনে নেওয়া যাক।
নয়া বন্দে ভারতের স্টপেজ
পূর্ব রেলের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে, শিয়ালদহ থেকে ছাড়ার পর নৈহাটী জংশন, ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন, আজিমগঞ্জ জংশন, নিউ ফারাক্কা, মালদা টাউন, বারসই জংশন, নিউ জলপাইগুড়ি জংশন, নিউ কোচবিহার হয়ে নিউ আলিপুরদুয়ার পৌঁছাবে এই ট্রেনটি।
টাইমটেবিল ও ভাড়া
উত্তরবঙ্গগামী এই ট্রেনটি সকাল ৫ টা বেজে ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। এরপর দুপুর ২ টো নাগাদ পৌঁছাবে নিউ আলিপুরদুয়ার স্টেশনে। আর ফেরার সময় দুপুর ২ টো বেজে ৩০ মিনিটে যাত্রা শুরু করে রাত্রি ১১টা বেজে ৩০ মিনিটে পৌঁছাবে শিয়ালদহে।
আরও পড়ুনঃ শীঘ্রই শুরু হচ্ছে জাতিভিত্তিক জনগণনা, কত খরচ হবে সরকারের? অঙ্কটা শুনলেই ভিরমি খাবেন
এখুনি নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও আন্দাজ করা হচ্ছে AC চেয়ার কারের ক্ষেত্রে ১৮০০ টাকা ও একজিকিউটিভ AC কোচের জন্য ২৯০০ টাকা ভাড়া লাগতে পারে। ট্রেনটিতে মোট ১৬ থেকে ২০টি কোচ থাকতে পারে।