গদিচ্যুত দীর্ঘদিনের টপার! জায়গা দখল করল কে? ওলটপালট বাংলা সিরিয়ালের TRP লিস্ট

Bengali TRP List

গদিচ্যুত দীর্ঘদিনের টপার! জায়গা দখল করল কে? ওলটপালট বাংলা সিরিয়ালের TRP লিস্ট

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: বৃহস্পতিবারের খুশিটা উপভোগ করুন আজকেই। বাংলার টিআরপি লিস্ট (Bengali TRP List) প্রকাশিত হল অবশেষে। কী আপনারা তৈরি তো, আপনাদের পছন্দের সিরিয়াল কত স্কোরে গিয়ে ধামাকা করল, তা দেখার জন্য! আসলে এ সপ্তাহে ১ মে পড়েছিল বৃহস্পতিবার। সেদিন স্বাভাবিকভাবেই শ্রমিক দিবসের ছুটি থাকায় একদিন পরে প্রকাশ্যে এল টিআরপি তালিকা। তাহলে কে হল বাংলার সেরা সিরিয়াল? চলুন এখনই জেনে নিই।

কে হল বেঙ্গল টপার?

সদ্য টিআরপি তালিকাতে দেখা যাচ্ছে চলতি সপ্তাহেও ফের একবার সেরার সিংহাসন দখল করেছে আগের কয়েক সপ্তাহের সেরা এক সিরিয়াল। নাম বললে খানিক অবাক তো হবেনই। ৭.১ পয়েন্ট সহ সবাইকে অনেকটা পিছনে ফেলে গদি দখল করে নিয়েছে এই থ্রিলার কাহিনী। আর তার পর সেরা পাঁচেও রয়েছে এমন বেশ কিছু সেরা সিরিয়াল। চলুন দেখে নেওয়া যাক, তারা কারা।

সেরা পাঁচ ধারাবাহিকের তালিকা

  1. গদি দখল করে নিয়েছে জগদ্ধাত্রী, জ্যাস ও দুর্গার কাহিনী।
  2. জগদ্ধাত্রীর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে পরিণীতা, পারুল ও রায়ানের কাহিনী
  3. তৃতীয় স্থান মিস করে তৃতীয় হয়েছে ফুলকি।
  4. চতুর্থ স্থানে রয়েছে পরশুরাম, আজকের নায়ক।
  5. পঞ্চম স্থানে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ।

সেরা ১০ বাংলা সিরিয়াল

নিচে সেরা দশ মেগার নাম্বার সহ তালিকা দেওয়ার রইল।

  1. জগদ্ধাত্রী – ৭.১ পয়েন্ট
  2. পরিণীতা – ৬.৬ পয়েন্ট
  3. ফুলকি – ৬.৫ পয়েন্ট
  4. পরশুরাম – ৬.২ পয়েন্ট
  5. রাঙ্গামতি তীরন্দাজ – ৬.০ পয়েন্ট
  6. গৃহপ্রবেশ – ৫.৬ পয়েন্ট
  7. কথা – ৫.৫ পয়েন্ট
  8. চিরদিনই তুমি যে আমার – ৫.৪ পয়েন্ট
  9. গীতা LLB – ৫.০ পয়েন্ট
  10. কোন গোপনে মন ভেসেছে – ৪.৯ পয়েন্ট

আরও পড়ুন: ‘অমর সঙ্গী’ শেষ হতেই দীর্ঘদিনের স্বপ্ন সত্যি, পার্টনারের সাথে নতুন অধ্যায় শুরু শ্যামৌপ্তির

রিয়ালিটি শোও সেরা পারফর্ম করেছে

সিরিয়াল ছাড়াও টিভির পর্দায় রিয়েলিটি শোও দেখেন দর্শক। এ সপ্তাহে রিয়েলিটি শোও বরাবরের মতো ভালো পারফর্ম করেছে। সেরা হয়েছে জলসা ফিকশন। ৫.৬ পয়েন্ট পেয়েছে। দিদি নাম্বার ১ সানডে ধামাকা পর্ব ৩.৬ পয়েন্ট পেয়েছে। ডান্স বাংলা ডান্স ৩.৭ পয়েন্ট পেয়েছে।

সঙ্গে থাকুন ➥