আরও আরামদায়ক হবে হাওড়া-মালদা যাত্রা, চালুর পথে নমো ভারত? দেখুন সময়সূচি সহ ভাড়া

Howrah-Malda Namo Bharat Rapid Rail

আরও আরামদায়ক হবে হাওড়া-মালদা যাত্রা, চালুর পথে নমো ভারত? দেখুন সময়সূচি সহ ভাড়া

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিনিয়ত ভারতীয় রেলের তরফ থেকে যাত্রীদের জন্য একেরপর এক ঘোষণা এসেই চলেছে। দুদিন আগেই জানা গিয়েছে হাওড়া থেকে দিঘা রুটে চালু হতে পারে নমো ভারত র‍্যাপিড রেল। এবার আরও একটি জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ রুটে চালু হতে চলেছে নমো ভারত। কোথায় স্টপেজ হবে, টাইমটেবিল থেকেই ভাড়াই বা হবে কত? সবটা জেনে নেব আজকের প্রতিবেদনে।

হাওড়া-মালদা রুটে চালুর পথে নমো ভারত র‍্যাপিড রেল!

আসলে হাওড়া থেকে মালদা রুটে বিপুল সংখ্যক যাত্রীরা যাতায়াত করেন। তাছাড়া উত্তরবঙ্গ যাওয়ার ক্ষেত্রেও এই স্টেশনটির গুরুত্ব রয়েছে বেশ। এবার আশা করা হচ্ছে শীঘ্রই এই রুটে একটি নতুন নমো ভারত ট্রেন চালু করা হতে পারে। তবে এখনই অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি। অবশ্য ইতিমধ্যেই আহমেদাবাদ থেকে ভূজ ও জয়নগর থেকে পাটনা রুটে এই হাইস্পীড ট্রেন চালু হয়ে গিয়েছে। যার ফলে লম্বা দূরত্বের সফরও অনেক সহজে আর কম সময়ে পার করা যাচ্ছে।

হাওড়া-মালদার মাঝে কোথায় কোথায় হবে স্টপেজ?

যদি হাওড়া টু মালদা নমো ভারত র‍্যাপিড রেল চালু করা হয় তাহলে সেটা নবদ্বীপ জংশন হয়েই যাত্রা করবে বলে মনে করা হচ্ছে। এখানেই শেষ নয়, ৬ ঘন্টারও কম সময়ে ৩৩২ কিমির যাত্রা শেষ করবে। আর যাত্রাপথে হাওড়া থেকে মালদার মাঝে বান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ জংশন ও নিউ ফারাক্কা জংশন স্টেশনে থামবে।

টাইমটেবিল

হাওড়া টু মালদা নমো ভারত র‍্যাপিড রেল ট্রেনটি সকাল ৮ টায় হাওড়া থেকে ছাড়বে আর দুপুর ২টো নাগাদ মালদা টাউন স্টেশনে গিয়ে পৌছেবে। এছাড়া ফেরার সময় বিকেল ৩ টে নাগাদ যাত্রা শুরু করে রাত্রি ৯টা নাগাদ হাওড়া পৌঁছাবে।

আরও পড়ুনঃ চলতি মরশুমে রেকর্ড উৎপাদন, রেশনে গমের বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে সরকার

কত হবে ভাড়া?

স্টপেজ তো গেল, এবার প্রশ্ন হল কত টাকা ভাড়া লাগবে? কারণ এক্সপ্রেস ট্রেনের তুলনায় প্রিমিয়াম ট্রেনের ক্ষেত্রে ভাড়া কিছুটা বেশিই হয়ে থাকে। যদিও এখনও অফিসিয়ালি কনফার্ম হয়নি, তবে আশা করা হচ্ছে জেনারেল বা অসংরক্ষিত কোচের জন্য ৬০০-৬৫০ টাকা ভাড়া রাখা হতে পারে। মোট ১৬ কোচের এই ট্রেনটির সমস্ত কোচেই এসি থাকবে, তাই যাতায়াতের সময় জেনারেল উঠলেও কোনো অসুবিধা হবে না।

সঙ্গে থাকুন ➥