শুধুই জয় জগন্নাথ, এবার দক্ষিনেশ্বেরের মত কালী মন্দিরের উদ্বোধন হল দিঘায়, কোথায় জানেন?

Digha New Kali Mandir like Dakshineshwar at Pratapdighi Bazar

শুধুই জয় জগন্নাথ, এবার দক্ষিনেশ্বেরের মত কালী মন্দিরের উদ্বোধন হল দিঘায়, কোথায় জানেন?

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সম্প্রতি অক্ষয় তৃতীয়ার দিনে দিঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরের। ধুমধাম করে দুদিন ব্যাপী মন্দির উদ্বোধনে মানুষের ভিড় উপচে পড়েছিল। এমনকি জানা যাচ্ছে মাত্র তিন দিনেই মোট দর্শনার্থীর সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। তবেই এরই মাঝে আসছে বড় খবর, এবার জগন্নাথ মন্দিরের পর দিঘায় তৈরী হয়েছে দক্ষিনেশ্বরের আদলে কালী মন্দির। কোথায়? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

জগন্নাথ মন্দিরে পর এবার দক্ষিণেশ্বরের আদলে ‘কালী মন্দির’ দিঘায়

হ্যাঁ ঠিকই দেখছেন, এবার দিঘায় কালী মন্দির তৈরি হবে। যেখান জগন্নাথ মন্দির তৈরি হয়েছে তার থেকে ৪৫ কিমি দূরে পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকার প্রদাপাদিঘী বাজারেই এই মন্দির তৈরি হল।

সাত দশক পুরোনো কাহিনী

স্থানীয় লোকেদের মতে, প্রতাপদিঘীর বাজারে প্রায় সাত দশক আগে সাধক লক্ষী নারায়ণ দাস প্রথম কালীপুজো শুরু করেন। সেই সময় মিত্র প্রতিমা নিয়েই মা কালির সাধনায় মগ্ন থাকতেন তিনি। তবে পরবর্তীতে বার্ধক্যের জেরে নিজে না পারে এক পুরোহিত নিয়োগ করেন। সময়ের সাথে তিনি মারা যান, তবে স্থানীয় লোকেরাই মন্দিরের দেখাশোনার দায়িত্ব নেন। প্রতিবছর এখানে সার্বজনীন উৎসবের আয়োজন হয় ও বহু ভক্তের সমাগম হয়।

কিন্তু মন্দির কয়েক দশক পুরোনো হওয়ায় সেটা যে কোনো মুহূর্তে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকার জেরে নতুন করে মন্দির বানানোর ভাবনার শুরু। এরপর ২০১৭ সালে মন্দিরের পুনর্নির্মাণের জন্য ট্রাস্ট গঠন করা হয়। এরপর ২০১৮ সালে কাজ পুরোনো মন্দির ভেঙে নতুন করে মন্দির তৈরির কাজ শুরু হয়। এই সময়েই দক্ষিনেশ্বের আদলে মন্দির তৈরির চিন্তা ভাবনা শুরু।

অক্ষয় তৃতীয়াতেই উদ্বোধন হল কালী মন্দিরের

যেমনটা যান যাচ্ছে, দক্ষিনেশ্বের মত ৬০ ফুট উঁচু বানানো হয়েছে কালী মন্দিরটি। যেখানে পাথরের তৈরি  শান্তিশ্বরী কালীর প্রতিমা রয়েছে। একইসাথে থাকছে রামকৃষ্ণ পরমহংসদেব ও মা সরদার মূর্তি। প্রায় ৪৫০ বর্গফুট জায়গা নিয়ে তৈরি এই মন্দিরটি অক্ষয় তৃতীয়ার দিনেই উদহন করা হয়েছে।

আরও পড়ুনঃ সব জালিয়াতি বন্ধ! কন্যাশ্রী প্রকল্প নিয়ে করা পদক্ষেপ নেওয়ার পথে রাজ্য সরকার

কালী মন্দির প্রসঙ্গে ট্রান্স কমিটির সভাপতি জানান, দক্ষিনেশ্বেরের কালীমন্দিরের সাহে অনেকেরই ধর্মীয় আবেগ জড়িয়ে। তাই স্থানীয় লোকেদের দক্ষিনেশ্বেরের মত মন্দির দর্শনের সুযোগ দেওয়ার জন্যই এই মন্দির বানানো হয়েছে।

সঙ্গে থাকুন ➥