সপ্তাহের শুরুতেই কমল ঘরোয়া সিলিন্ডারের দাম, বুক করতে খরচ এত!

LPG Price Cut

সপ্তাহের শুরুতেই কমল ঘরোয়া সিলিন্ডারের দাম, বুক করতে খরচ এত!

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: গ্রাহকদের জন্য কমে গেল এলপিজি গ্যাসের দাম (LPG Price Cut)। মে মাসে ১৯ টাকা কমানো হল এলপিজি সিলিন্ডারের দাম। তাহলে এখন দাম দাঁড়াল কত টাকায়! ৪ মে, রবিবার সন্ধ্যা ৬টা থেকে এই নতুন দাম চালু হল। এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই নতুন আপডেট দিয়েছে। বিইআরসি চেয়ারম্যান জানিয়েছেন, দাম ১,৪৫০ টাকা থেকে কমে ১,৪৩১ টাকা হয়েছে।

এলপিজির দাম কত?

গত কয়েক মাসে এলপিজির দাম অনেকবার পরিবর্তিত হয়েছে। এপ্রিল মাসে দাম একই ছিল। মার্চ মাসে দাম ২৮ টাকা কমেছে। তার আগে, ফেব্রুয়ারিতে দাম ১৯ টাকা বেড়েছিল। জানুয়ারিতে প্রথমে দাম অপরিবর্তিত ছিল। কিন্তু পরে, ১৪ জানুয়ারি, এটি ৪ টাকা বেড়ে ১,৪৫৯ টাকায় দাঁড়িয়েছে।

এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও কমেছে। মে মাসে অটোগ্যাসের দাম ৮৪ পয়সা কমে প্রতি লিটার ৬৫.৫৭ টাকা হয়েছে। এর আগে, এপ্রিল মাসে অটোগ্যাস ২ পয়সা কমিয়ে ৬৬.৪১ টাকা করা হয়েছিল। মার্চ মাসে ১.৩১ টাকা বাড়িয়ে ৬৬.৪৩ টাকা করা হয়েছিল। ফেব্রুয়ারিতেও ৮৯ পয়সা বেড়েছে। জানুয়ারির শুরুতে অটোগ্যাস ৩ পয়সা কমেছিল। এরপর ১৪ জানুয়ারি ৪৯ পয়সা বেড়েছে। পরে ২২ জানুয়ারি আবার ৪২ পয়সা কমানো হয়েছিল।

২০২৪ সালে এখনও পর্যন্ত গ্যাসের দাম ৪ বার কমানো হয়েছে। এলপিজি এবং অটোগ্যাসের দাম ৭ বার বাড়ানো হয়েছে, এবং ৭ বার কমানো হয়েছে। কিছু মাস দাম একই ছিল। গত বছর, এলপিজি এবং অটোগ্যাসের দাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বেড়েছে। এপ্রিল, মে, জুন এবং নভেম্বর মাসেও কমেছে। ডিসেম্বর মাসে দামের কোনও পরিবর্তন হয়নি।

আরও পড়ুন: গরমের ছুটিতে জার্নি হবে আরামদায়ক, চলবে স্পেশাল ট্রেন! কোন রুটে উপহার দিল পূর্ব রেল

এই দামের পরিবর্তনগুলি সারা বাংলাদেশের মানুষের জন্য প্রযোজ্য। ৪ মে বাংলাদেশ হলেও, ১ মে মধ্যরাত থেকেই নয়া দাম কার্যকর করা হয়েছে ভারতে। রিপোর্ট অনুযায়ী, ১ মে থেকে কলকাতায় এক ধাক্কায় ১৭ টাকা কমেছে রান্নার কমার্শিয়াল গ্যাসের সিলিন্ডারের দাম। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও ১৪.২ কেজি ওজনের ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বদল হয়নি।

সঙ্গে থাকুন ➥