কলকাতায় একজোড়া নয়া ‘ডালিয়ান রেক’, ছুটবে কোন রুটে ও মিলবে কী কী সুবিধা?

New Chinese Metro Rake for Kolkata Metro

কলকাতায় একজোড়া নয়া ‘ডালিয়ান রেক’, ছুটবে কোন রুটে ও মিলবে কী কী সুবিধা?

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ কলকাতা শহরের যাত্রীদের জন্য এল বড় সুখবর। শহরের মেট্রো পরিষেবায় যুক্ত হল আরও দুটি অত্যাধুনিক চিনা ‘ডালিয়ান রেক’। এই নতুন রেকগুলি শীঘ্রই নতুন ছুটতে শুরু করবে মেট্রো রুটে। কোন দুই রুটে? আর নয়া রেকে কী কী সুবিধা থাকবে? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

কলকাতায় এল আরও একজোড়া ‘ডালিয়ান রেক’

যেমনটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই পাঁচটি রেক কবি সুভাষ-দক্ষিণেশ্বর মেট্রো রুটে ছুটছে। এবার ষষ্ঠ ও সপ্তম হিসাবে আরও দুটি যুক্ত হবে। এই খবর প্রকাশ্যে আসার পর একদিকে যেমন খুশি নিত্যযাত্রীরা তেমনি মনে বেশ কিছু প্রশ্নও উঁকি মারছে। যেমন নয়া রেক কোন রুটে দেওয়া হবে আর এতে কী কী অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে? চলুন জেনে নেওয়া যাক।

নয়া ডালিয়ান রেকের ফিচার্স

নতুন এই রেকগুলি সম্পূর্ণ এসি এবং আগের তুলনায় আরও উন্নত মানের। রেকের দরজাগুলি ১০০ মিলিমিটার বেশি চওড়া, ফলে যাত্রী ওঠানামা আরও সহজ হবে। এছাড়া প্রতিটা কোচে আধুনিক ডিসপ্লে বোর্ড, সিসিটিভি ক্যামেরা থেকে নিরাপত্তার জন্য উন্নত ডিস্ক ব্রেক সিস্টেম থাকবে। রেকগুলির মেঝেতে থাকবে অ্যান্টি-স্কিড রবার ফ্লোরিং, যেটা দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছলে যাওয়ার ঝুঁকি কমিয়ে দেবে।

কোন রুটে ছুটবে নয়া রেকগুলি?

ইতিমধ্যেই মেট্রো নেটওয়ার্কের সম্প্রসারণ ও যাত্রী চাহিদার কারণে এই নতুন রেকগুলি নোয়াপাড়া থেকে কবি সুভাষ, দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনে চলাচল করে। সব মিলিয়ে মোট ৭টি ডালিয়ান রেক চলছে কলকাতা মেট্রোতে। যেগুলি যাত্রীদের আরও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা দেবে। তাছাড়া বাড়তে থাকা যাত্রীদের সংখ্যা সামাল দিতেও এই রেকগুলি অনেকটা কাজে আসবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ সেভিংস স্কিমে বাম্পার সুদ দিচ্ছে সরকার, ব্যাঙ্কের থেকেও বেশি লাভ এখানে

প্রসঙ্গত, কলকাতা মেট্রো সূত্রে আগেই জানা গিয়েছিল, ২৮ মার্চ ২০২৫ থেকে যাত্রী পরিবহণ শুরু করেছে নতুন ডালিয়ান রেকগুলি। নয়া রেকগুলি যাত্রা আরামদায়ক, নিরাপদ করার পাশাপাশি যাত্রী পরিবহণ ক্ষমতাও বৃদ্ধি করবে এমনটাই জানানো হয়।

সঙ্গে থাকুন ➥