শুধুই নয় ভারত, পাক-আকাশসীমা এড়াচ্ছে একাধিক বিমান সংস্থা, বাড়ছে যাত্রার সময় ও খরচ

International Airlines also avoiding Pakistan Airspace

শুধুই নয় ভারত, পাক-আকাশসীমা এড়াচ্ছে একাধিক বিমান সংস্থা, বাড়ছে যাত্রার সময় ও খরচ

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বিগত ২২শে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক চরমে ওঠে। প্রথমে ভারতের তরফ থেকে বেশি কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে পাকিস্তানের জন্য ভারতীয় আকাশসীমা বন্ধ করার ঘোষণাও সামিল। ছিল এর পাল্টা পাকিস্তানও তাদের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করে দেওয়ার ঘোষণা করে। তবে এবার দেখা যাচ্ছে একাধিক বিদেশী সংস্থাও পাকিস্তানের আকাশপথ এড়িয়ে চলছে। কিন্তু কেন? আর এর ফলে কতটা ক্ষতি হচ্ছে পাকিস্তানের?

কেন পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে বিদেশি বিমান সংস্থা?

যেমনটা জানা যাচ্ছে, নিরাপত্তা নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে নারাজ বিদেশী সংস্থাগুলি। সেই কারণেই পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে লুফথানসা, এয়ার ফ্রান্স, ব্রিটিশ এয়ারওয়েজ, এমিরেটস, সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মতো বড় বিমানপরিবহন সংস্তাগুলি।

একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এয়ার ফ্রান্স-এর তরফ থেকে জানানো হয়েছে, ভারত-পাকিস্তানের মধ্যেকারের উত্তেজনার জন্যই রুট বদল করা হয়েছে। এমনকি ব্রিটিশ এয়ারওয়েজও আগামী নির্দেশ জারি হওয়া অবধি পাকিস্তানের আকাশসীমা এড়িয়েই চলবে।

বাড়ছে পাকিস্তানের ক্ষতির পরিমাণ

যে কোনো দেশ অন্য দেশের আকাশসীমা ব্যবহার করলে তার বদলে কিছু ফি দিয়ে থাকে। কিন্তু ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলে বাকিরাও এড়িয়ে চলতে শুরু করেছে। এর ফলে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে পাকিস্তানের।

শুধু তাই নয়, পাকিস্তানী আকাশপথ এড়িয়ে চলতে গিয়ে ঘুরপথে যাত্রা করতে হচ্ছে। ফলে আগের তুলনায় যে যাত্রাপথ যেমন বেড়ে যাচ্ছে তেমনি ভ্রূণের সময়ও অনেকটাই  বেড়ে গিয়েছে।

আরও পড়ুনঃ সরকার সফল! DA মামলার শুনানি ঘনিয়ে আসতেই বড় দাবি রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতাদের

ক্ষতির সম্মুখীন ভারতীয় বিমান কোম্পানিও

সূত্রমতে, ভারতীয় বিমান কোম্পানির জন্য আকাশসীমা বন্ধ করার ফলে বার্ষিক প্রায় ৫,০০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবে বলে জানাচ্ছে এয়ার ইন্ডিয়া। অবশ্য পাকিস্তানেরও কম ক্ষতি হচ্ছে না। ‘ওভারফ্লাইট ফিজ’ বা আকাশপথ ব্যবহারের চার্জের দরুণ কোটি কোটি টাকার লোকসান হচ্ছে পাকিস্তানের।

সঙ্গে থাকুন ➥