শ্রী ভট্টাচার্য, কলকাতা: রেলওয়ে প্রাঙ্গণ সহ লোকালয়ে থুতু ফেলা, ভারতীয় রেলওয়ে বিধি, ২০১২ অনুসারে একটি অত্যন্ত শাস্তিযোগ্য অপরাধ। বিশেষ করে, নিয়ম ৩(বি) রেলওয়ে প্রাঙ্গণে থুতু ফেলা নিষিদ্ধ করার নিয়ম বলে এবং নিয়ম ৪ এই নিয়ম লঙ্ঘনের জন্য ৫০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করার কথা বলে। কিন্তু রেলওয়ে এবার এই থুতু থেকেই আয় করে নিয়েছে প্রায় ৮ লক্ষ টাকা (Sealdah Division Earnings)। কীভাবে সম্ভব হল এমনটাই, নিশ্চয়ই প্রশ্ন আসছে মাথায়। অবাক হওয়ার কিছু নেই। উত্তর জানতে পড়তে থাকুন।
বলতে গেলে, রেলওয়ে প্রাঙ্গণে থুতু ফেলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে শিয়ালদহ বিভাগ। ২০২৫ সালের এপ্রিল মাসে ৬১৯৩ জন ব্যক্তিকে এই কান্ডে আটক করা হয়েছে। ৭.৬ লক্ষ টাকারও বেশি জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে। ডিভিশনের প্রায় সমস্ত স্টেশন মিলিয়ে ৭,৬১,০৭০ টাকা জরিমানা আদায় করেছে।
এ প্রসঙ্গে, শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা বলেছেন যে, ‘এক মাসে থুতু ফেলার ঘটনা সনাক্ত হওয়ার সংখ্যা সত্যিই হতাশাজনক। যদিও আমরা এই অভিযানের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিচ্ছি, বৃহত্তর জনসচেতনতা এবং নাগরিক আচরণে দ্রুত পরিবর্তনের জরুরি প্রয়োজনীয়তার দিকে নজর রাখা হচ্ছে।’
আরও পড়ুন: নাটোরের রাণী ভবানীর গল্প বলবে জি বাংলা, কবে থেকে শুরু? নায়িকা কে?
প্রসঙ্গত, স্পষ্ট কথা বলতে গেলে, রেলওয়ে প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সামাজিক দায়িত্ব। রেলওয়ে স্টেশন এবং জনসাধারণের জন্য বরাদ্দ এলাকা পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখার দিকে আমাদের সকলকে নজর দেওয়া উচিত। স্টেশন এবং কনকোর্স এলাকায় থুতু ফেলা থেকে বিরত থাকতে হবে। আরও ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ভ্রমণ অভিজ্ঞতার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করা জরুরি। এই সমস্ত জিনিস মাথায় রেখে প্রত্যেক মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই রেলের মহান লক্ষ্য।